Advertisement
০৬ মে ২০২৪

ফিরলেন ঘরছাড়ারা

ঘরছাড়া সিপিএম সমর্থকেরা ঘরে ফিরলেন। এ বারের ঘটনাস্থল ঘাটাল। অভিযোগ, তৃণমূলের অত্যাচারে ঘাটাল থানার শিমুলিয়া, গঙ্গাপ্রসাদ, বনহরিসিংহপুর-সহ বিভিন্ন গ্রামের ১৫ জন মহিলা সহ ৫৪ জন সিপিএম সমর্থক আশ্রয় নিয়েছিলেন ঘাটাল শহরের সিপিএমের জোনাল দফতরে।

নিজস্ব সংবাদদাতা
ঘাটাল শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৬ ০১:০১
Share: Save:

ঘরছাড়া সিপিএম সমর্থকেরা ঘরে ফিরলেন। এ বারের ঘটনাস্থল ঘাটাল। অভিযোগ, তৃণমূলের অত্যাচারে ঘাটাল থানার শিমুলিয়া, গঙ্গাপ্রসাদ, বনহরিসিংহপুর-সহ বিভিন্ন গ্রামের ১৫ জন মহিলা সহ ৫৪ জন সিপিএম সমর্থক আশ্রয় নিয়েছিলেন ঘাটাল শহরের সিপিএমের জোনাল দফতরে। শুক্রবার ঘাটাল বিডিও অফিসে ঘরছাড়াদের ঘরে ফেরানো নিয়ে একটি সবর্দলীয় বৈঠক হয়। শনিবার ঘাটাল থানাতেও বৈঠক হয়। তারপরই ঠিক হয়, শনিবারই ঘরছাড়াদের ঘরে ফেরানো হবে।

এ দিনই শহরের দলীয় কাযার্লয় থেকে ঘরছাড়ারা ঘরে ফেরেন। সিপিএমের ঘাটাল জোনাল কমিটির সম্পাদক উত্তম মণ্ডল বলেন, “পুলিশ ও বিডিও সাহেবের উদ্যোগেই আমাদের কর্মীরা ঘরে ফিরেন। প্রায় সিংহভাগ কর্মীই এ দিন ঘরে ফিরেছেন।” ঘাটালের বিডিও সঞ্জয় পণ্ডিত বলেন, “সিপিএমের কিছু কর্মী-সমর্থক ঘর ছাড়া ছিলেন। শনিবার তাঁদের নিজেদের ঘরে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।”

সূত্রের খবর, শাসক দলের স্থানীয় নেতৃত্বদের অত্যাচারে সিপিএমের দলীয় কর্মী থেকে দলীয় সদস্যদের বাড়ি ছেড়ে চলে আসার খবর সংবাদমাধ্যমে প্রকাশের পরই প্রশাসন নড়েচড়ে বসে। শুক্রবারই ঘাটাল বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষক রাজীব রঞ্জন ফের ঘাটালে আসেন। সিপিএমের তরফে শুক্রবার রাতেই রাজীব রঞ্জনকে বিষয়টি জানানো হয়। শনিবার সকাল থকেই প্রশাসনের তৎপরতা দেখা যায়। এদিন ঘরে ফেরার খবর পেয়েই খুশি গঙ্গাপ্রসাদ গ্রামের বিশ্বনাথ দোলই। বলেন, ‘‘ধান কাটার সময় পেরিয়ে যাচ্ছিল ।ঘরে ফিরেই আগে ধান কাটব।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Displaced CPM Ghatal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE