Advertisement
১৮ এপ্রিল ২০২৪

একলব্য স্কুলের আদিবাসী পড়ুয়াদের উল্লেখযোগ্য ফল

রামকৃষ্ণ মিশন দায়িত্ব নেওয়ার পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উল্লেখযোগ্য ফল করল ঝাড়গ্রামের একলব্য আদর্শ আবাসিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আদিবাসী পড়ুয়াদের এই স্কুলটির ৫৭ জন ছাত্রছাত্রী এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল।

নিজস্ব সংবাদদাতা
ঝাড়গ্রাম শেষ আপডেট: ১৮ মে ২০১৬ ০০:৫৮
Share: Save:

রামকৃষ্ণ মিশন দায়িত্ব নেওয়ার পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উল্লেখযোগ্য ফল করল ঝাড়গ্রামের একলব্য আদর্শ আবাসিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আদিবাসী পড়ুয়াদের এই স্কুলটির ৫৭ জন ছাত্রছাত্রী এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। তার মধ্যে ৫৬ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ষাট শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে ৩২ জন। ৭৫ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে ৫ জন। স্কুলের মধ্যে ৪১৫ নম্বর পেয়ে প্রথম হয়েছে কলা বিভাগের ছাত্রী বালিকা কিস্কু।

রাজ্য অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর পরিচালিত এই স্কুলের পঠনপাঠনের দয়িত্ব রামকৃষ্ণ মিশনের হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার। গত ৫ জানুয়ারি মেদিনীপুরে এক অনুষ্ঠানে রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুহিতানন্দের হাতে স্কুলের দায়িত্বভার তুলে দেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় প্রকল্পের টাকায় রাজ্য অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের মাধ্যমে স্কুলটি পরিচালিত হয়। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ৩২৬ জন আদিবাসী ছাত্রছাত্রী হস্টেলে থেকে নিখরচায় পড়াশোনা করে। রামকৃষ্ণ মিশন দায়িত্ব নেওয়ার পরই বদলে গিয়েছে স্কুল এবং ছাত্রাবাস ‘বিবেক ভবন’ ও ছাত্রীনিবাস ‘শ্রীভবন’-এর সামগ্রিক ছবি। স্কুলের পঠন পাঠনের বাইরেও স্টাডি হলে ছাত্রছাত্রীদেরও বিশেষ পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে। রামকৃষ্ণ মঠ ও মিশনের আইন ও গণমাধ্যম বিভাগের দায়িত্ব প্রাপ্ত স্বামী শুভকরানন্দ বলেন, “এ বছর মাত্র দেড় মাস ঝাড়গ্রাম একলব্য স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের দেখার সুযোগ হয়েছিল। তাতেই এমন ফল করেছে।”

যুগল ঝাঁপ। পূর্ব মেদিনীপুরের খেজুরিতে সন্তোষ জানার তোলা ছবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

tribal school
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE