ভোটের আগে শেষ রবিবার। হাতে সময়ও কম। তাই পূর্ব মেদিনীপুরের তিন পুরসভায় ভোট প্রচার চলল জোরকদমে। রবিবার সকালে তৃণমূল প্রার্থীদের সমর্থনে তমলুক শহরের মোটরসাইকেল মিছিল করে দলের কর্মী-সমর্থকরা। তমলুক শহরে জেলা প্রশাসনিক ভবনের পিছনে সরকারি আধিকারিকদের আবাসনের কাছে বিবেকানন্দ নগরীতে পুরসভার ১৭, ১৮ ও ২০ নম্বর ওয়ার্ডের দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করেন তমলুকের তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী। সভায় ফের নির্দল প্রার্থীদের আক্রমণ করে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘এখানে আমাদের দলের প্রার্থীদের হারাতে বিরোধী সিপিএম, কংগ্রেস, বিজেপি জোট বেঁধেছে। তারা কিছু এলাকায় সরাসরি লড়াই করতে পারবে না বুঝে নির্দল প্রার্থীকে সমর্থন করছে। নিজেদের নীতি, আদর্শ বিসর্জন দিয়ে সিপিএম, কংগ্রেস, বিজেপি নির্দল প্রার্থীদের সমর্থন করছে। এইসব আদর্শহীন জোটকে পরাস্ত করতেই হবে।’’ শুভেন্দুবাবু এ দিন বলেন, ‘‘তমলুক শহরের উন্নয়নে পুরসভার পাশাপাশি ‘হলদিয়া উন্নয়ন পর্ষদ’ ও রাজ্য সরকারও সাহায্য করছে। আগামী দিনে আরও উন্নয়নের জন্যই শহরের বাসিন্দারা আমাদের সমর্থন বলে আমরা নিশ্চিত।’’ এ দিন তমলুক শহরের ১০ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী রঞ্জিতা জানার সমর্থনে দলীয় সমর্থকদের নিয়ে পদযাত্রা করেন তমলুকের বিধায়ক তথা রাজ্যের জলসম্পদ মন্ত্রী সৌমেন মহাপাত্র। পুরসভার বিভিন্ন ওয়ার্ডে বিরোধী সিপিএম, কংগ্রেস, বিজেপিও পথসভা ও বাড়িবাড়ি প্রচার চালায়। তমলুক শহরের বিজেপি প্রার্থীদের সমর্থনে রোড-শো করেন অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়।
সভায় কলকাতা পুরসভার ভোট গ্রহণের দিনটি ভারতের ইতিহাসে একটি কালা দিন হিসেবে বিবেচিত হয়ে থাকবে বলে মন্তব্য করলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। রবিবার দলীয় প্রার্থীদের সমর্থনে তমলুক শহরের নিমতলা মোড়ে এক পথসভায় ভাষণ দিতে গিয়ে বিজেপি’র তারকা নেতা জয় বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘গতকাল কলকাতায় কোনও ভোটই হয়নি। হয়েছে প্রহসন। গণতন্ত্রকে স্বৈরাচারী শক্তি গলা টিপে মেরেছে।’’ এ ছাড়াও তমলুক পুরসভায় ১১, ১২, ১৩ ওয়ার্ডের বিজেপি প্রার্থীদের সমর্থনে মিছিল করে দলের কর্মী-সমর্থকরা। বিকেলে ১৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী তথা বিদায়ী পুরপ্রধান দেবিকা মাইতির সমর্থনে ট্যাবলো-সহ মিছিল হয়। একই সময়ে ওই ওয়ার্ডের নির্দল প্রার্থী অলক সাঁতরার সমর্থনে মিছিল করে তাঁর সমর্থকরা। শেষ রবিবারের প্রচারে বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল, বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের সমর্থনে মিছিল ও পথসভা করা হয় ।