Advertisement
০১ মে ২০২৪
Elephant Attack

ঝাড়গ্রামে দলছুট দাঁতাল পিষে মারল বৃদ্ধকে, আছাড় খেয়ে জখম স্ত্রীও

ঝাড়গ্রামের জামবনি থানার অন্তর্গত কষাকুলিয়া গ্রামে দলছুট দাঁতালের আক্রমণে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। তাঁর স্ত্রী গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

Elephant attack kills man and injures his wife in Jhargram

—ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
ঝাড়গ্রাম শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৩ ১৪:৩৮
Share: Save:

দলছুট হাতির আক্রমণে মৃত্যু বৃদ্ধের। গুরুতর জখম তাঁর স্ত্রীও। জঙ্গলে হাতির আছাড় খেয়ে সারা রাত সেখানেই পড়েছিলেন দু’জন। সকালে গ্রামবাসীরা দেখতে পেয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বৃদ্ধা হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনাটি ঝাড়গ্রামের জামবনি থানার অন্তর্গত কষাকুলিয়া গ্রামের। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম কৃষ্ণ শবর (৭০। তাঁর স্ত্রী ৬৮ বছরের রেনু শবর হাতির হানায় জখম হয়েছেন। রাতে জঙ্গলে গিয়েছিলেন তাঁরা। কাজ সেরে বাড়ি ফেরার পথে হাতির মুখোমুখি হন। দলছুট দাঁতাল হাতিটি তাঁদের উপর চড়াও হয়।

গ্রামবাসীরা জানিয়েছেন, কুষকুলিয়া গ্রাম শাল জঙ্গলে ঘেরা। বুধবার দুপুরে গ্রাম সংলগ্ন জঙ্গলে একটি দলছুট হাতি ঢুকে পড়েছে বলে জানতে পারে বন দফতর। তাদের তরফে গ্রামে খবর দেওয়া হয়। সতর্ক করা হয় গ্রামবাসীদের। কাউকে জঙ্গলে ঢুকতে নিষেধ করেন বন দফতরের আধিকারিকেরা। তাঁরাও জঙ্গলের সামনে পৌঁছে হাতিটিকে উদ্ধার করার চেষ্টা করছিলেন। কিন্তু কৃষ্ণ এবং রেনু শবর সম্ভবত বন দফতরের সতর্কবার্তা শুনতে পাননি। তাঁরা বিশেষ কাজে জঙ্গলে গিয়েছিলেন। রাতে ফেরার পথে হাতি তাঁদের আক্রমণ করে।

বৃহস্পতিবার সকালে গ্রামবাসীরা জঙ্গলে তাঁদের পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ দু’জনকে উদ্ধার করে চিল্কিগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বৃদ্ধাকে আশঙ্কাজনক অবস্থায় ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। মৃতের আত্মীয় নির্মল শবর বলেন, ‘‘সারা রাত জঙ্গলের মধ্যেই দু’জন পড়েছিল। সকালে তাদের দেখতে পাওয়া যায়। জঙ্গলে কাজ করতে গিয়েছিল দু’জনেই। হাতির হানায় এক জনের প্রাণ গেল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

elephant attack Jhargram Death News
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE