Advertisement
১৯ এপ্রিল ২০২৪
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়

প্রবেশিকা শুরু ১১ জুলাই থেকে

বিশ্ববিদ্যালয়ের এক কর্তা বলেন, “সুষ্ঠু ভাবে পরীক্ষাগ্রহণের সব রকম ব্যবস্থা করা হচ্ছে।” প্রবেশিকা পরীক্ষা এক ঘণ্টার। প্রথম দফায় পরীক্ষা হবে ১১টা থেকে ১২টা। দ্বিতীয় দফায় ১টা থেকে ২টো ও তৃতীয় দফায় ৩টে থেকে ৪টে।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ৩০ জুন ২০১৭ ০০:১৬
Share: Save:

স্নাতকোত্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষার দিন ও সময়সূচি ঘোষণা করল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। ১১ জুলাই থেকে পরীক্ষা শুরু হবে। ১৩ জুলাই পর্যন্ত চলবে। প্রতিদিন তিন দফায় পরীক্ষা হবে। কোন দিন কোন দফায় কোন বিষয়ের পরীক্ষা হবে তা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের এক কর্তা বলেন, “সুষ্ঠু ভাবে পরীক্ষাগ্রহণের সব রকম ব্যবস্থা করা হচ্ছে।” প্রবেশিকা পরীক্ষা এক ঘণ্টার। প্রথম দফায় পরীক্ষা হবে ১১টা থেকে ১২টা। দ্বিতীয় দফায় ১টা থেকে ২টো ও তৃতীয় দফায় ৩টে থেকে ৪টে।

গত ২৩ জুন আবেদনকারী পড়ুয়াদের ফর্ম স্ক্রুটিনির পরে প্রাথমিক নামের তালিকা প্রকাশিত হয়। তালিকা নিয়ে কারও কোনও অভিযোগ থাকলে তা জানানোর দিন ধার্য ছিল ২৮ ও ২৯ জুন। আজ, শুক্রবার চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার কথা। ১ জুলাই থেকে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। মেধা তালিকা প্রকাশিত হওয়ার কথা ২১ জুলাই। মেধা তালিকা ধরে কাউন্সেলিংয়ের মাধ্যমে ভর্তি শুরু হবে ২৪ জুলাই থেকে। চলবে ২৬ জুলাই পর্যন্ত।

কোন দিন কোন বিষয়ের ভর্তি হবে তা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। বস্তুত, স্নাতকোত্তরে ভর্তির ক্ষেত্রে এ বার শুরু থেকেই অন্য পরিস্থিতি দেখা দিয়েছিল। শুরুতে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল পরে সেই বিজ্ঞপ্তিতে পরিবর্তন আনা হয়। এতদিন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে মোট আসনের ৬০ শতাংশে শুধুমাত্র বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলোর পড়ুয়ারাই ভর্তি পারতেন। এ ক্ষেত্রে আবেদনের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশিত হত। অন্য দিকে, বাকি ৪০ শতাংশ আসনে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ছাড়াও অন্য বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলোর পড়ুয়ারা ভর্তি হতে পারতেন। এ ক্ষেত্রে আবেদনের ভিত্তিতে আগে প্রবেশিকা পরীক্ষা নেওয়া হত।

পরিবর্তিত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে, আর মেধার ভিত্তিতে সরাসরি ভর্তি হতে পারবেন না কেউ। প্রবেশিকা পরীক্ষা দিয়েই ভর্তি হতে হবে। তবে ৬০- ৪০ শতাংশের সংরক্ষণ থাকছে। অর্থাৎ, ৬০ শতাংশ আসনে ভর্তি হবেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলোর পড়ুয়ারা। ৪০ শতাংশ আসনে ভর্তি হবেন অন্য বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলোর পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলের নানা মত রয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের এক কর্তার বক্তব্য, “সব দিক খতিয়ে দেখেই ফ্যাকাল্টি কাউন্সিল প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ভর্তির সিদ্ধান্ত নিয়েছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE