Advertisement
১১ মে ২০২৪

দাঁতনের গ্রামে ফের বিস্ফোরক মিলল ড্রামে

ফের প্লাস্টিকের ড্রামে মিলল বিস্ফোরক। আবারও সেই দাঁতন-২ ব্লকের সাবড়ায়।শনিবার সাবড়ার মুক্তব প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় প্লাস্টিকের ড্রামে বিস্ফোরক মিলেছিল। রবিবার সকালে পাশের শ্যাওলাআড়ি গ্রামে ঝোপের আড়ালে একই রকম প্লাস্টিকে ড্রাম দেখে চাঞ্চল্য ছড়ায়।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ২০ মার্চ ২০১৭ ০২:২৩
Share: Save:

ফের প্লাস্টিকের ড্রামে মিলল বিস্ফোরক। আবারও সেই দাঁতন-২ ব্লকের সাবড়ায়।

শনিবার সাবড়ার মুক্তব প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় প্লাস্টিকের ড্রামে বিস্ফোরক মিলেছিল। রবিবার সকালে পাশের শ্যাওলাআড়ি গ্রামে ঝোপের আড়ালে একই রকম প্লাস্টিকে ড্রাম দেখে চাঞ্চল্য ছড়ায়। পুলিশ এসে এলাকা ঘিরে ফেলে। দুপুরে বম্ব স্কোয়াড এসে ফাঁকা মাঠে নিয়ে গিয়ে বিস্ফোরক নিষ্ক্রিয় করে।

সাবরা একসময় রাজনৈতিকভাবে তেতে থাকত। তখন এলাকায় বোমাবাজি চলত বলে স্থানীয়দের অভিযোগ। এখানকার যুবকদের অনেকেই সুতলি বোমা তৈরিতে দড় বলেও দাবি স্থানীয়দের। স্থানীয় এক বাসিন্দার কথায়, “গত বিধানসভা নির্বাচনের সময়েও এই এলাকায় ঘরে-ঘরে বোমা তৈরি হয়েছে। তখন যে সব বিস্ফোরক কাজে লাগেনি, তাই এখন প্রকাশ্যে আসছে।” পুলিশের দাবি, রাজনৈতিকভাবে উত্তপ্ত এই এলাকায় বছর খানেক ধরে লাগাতার অভিযান চলেছে। এমনকী সম্প্রতি থানায় ডেকে রাজনৈতিক কর্মীদের সতর্ক করা হয়েছে। এরপরই একের পর এক এলাকায় বিস্ফোরক পাওয়া যাচ্ছে।

এ দিন ঝোপের মধ্যে সন্দেহজনক ড্রামটি দেখতে পান কিছু গ্রামবাসী। তারপর খবর দেওয়া হয় পুলিশকে। স্থানীয় বাসিন্দা মহম্মদ ইউনুস খান বলেন, “প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শনিবার বিকেলে বিস্ফোরক উদ্ধারের পরে আতঙ্কে রয়েছি। গ্রামবাসীর কাছে শুনছি, রাতে কয়েকজন যুবক ওই ঝোপের কাছে গিয়েছিল। এ দিন সকালে ড্রাম দেখতে পেয়ে বুঝলাম রাতেই তা রাখা হয়েছিল।” জেলা পুলিশের এক কর্তা জানান, মামলা রুজু করে কারা ওই বিস্ফোরক রেখেছে তার খোঁজ চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Explosive
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE