নিউ দিঘার একটি হোটেলে বৃহস্পতিবার সকালে আগুন লাগে। প্রাণ ভয়ে একাধিক পর্যটক কার্নিশ থেকে ঝাঁপ দেন। হোটেলের ঘরে বহু পর্যটক আটকে থাকার আশঙ্কা করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল। প্রাথমিক ভাবে অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।
বৃহস্পতিবার বেলা প্রায় ১১টা নাগাদ হোটেলের দোতলায় সিঁড়ির লবি থেকে আগুন এবং কালো ধোঁয়া বেরতে দেখা যায়। তড়িঘড়ি হোটেল ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন কর্মীরা। দোতলায় থাকা কয়েক জন পর্যটক প্রাণ বাঁচাতে রেলিং টপকে কোনও ক্রমে নীচে ঝাঁপিয়ে পড়ে প্রাণ বাঁচান।