জল বাড়ছে শিলাবতী, কংসাবতী, কেঠিয়া-সহ পশ্চিম মেদিনীপুরের একাধিক নদীতে। মূলত নিম্নচাপের বিক্ষিপ্ত বৃষ্টি ও মুকুটমণিপুর-সহ একাধিক জলাধার থেকে ছাড়া জলেই এই পরিস্থিতি। সোমবার দুপুর থেকে ঘাটাল-চন্দ্রকোনা সড়কের ক্ষীরপাই সংলগ্ন মনসাতলা চাতালে (কজওয়ে) জল উঠতে শুরু করেছে। সন্ধ্যার পর থেকে ছোট যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। মহকুমা সেচ দফতর সূত্রের খবর, সোমবার সকাল থেকেই কেঠিয়া নদীর জল প্রাথমিক বিপদ সীমার উপর দিয়ে বইছে। শিলাবতী, ঝুমি নদীর জলও বাড়তে শুরু করেছে। ঘাটালের মহকুমাশাসক পিনাকীরঞ্জন প্রধান বলেন, “নদীতে জল বাড়ছে। মনসাতলা চাতালে জল উঠে যাওয়ায় ছোট গাড়ি চলছে না। পরিস্থিতির উপর নজর রাখছি।”