মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের অভিমুখ নির্দিষ্ট করে দিয়েছিলেন। সেই মতো বাঙালি বিরোধী বিদ্বেষের বিরুদ্ধে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিল ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল।
রবিবার ঘাটাল ব্লক কার্যালয়ে সাংগঠনিক জেলার এক বৈঠক হয়। সেখানে ছিলেন জেলা সভাপতি অজিত মাইতি, মন্ত্রী শিউলি সাহা-সহ বিধায়ক, ব্লক, শহর সভাপতির মতো অন্য নেতৃরা। বৈঠকের আগে শহরে একটি মিছিলও করে তৃণমূল। সেখানে নানুর দিবসের কথা স্মরণ করার পাশাপাশি, এলাকার উন্নয়নের জন্য ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্প ঘোষণার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়।
এ দিনের বৈঠকে বাঙালি বিরোধী বিদ্বেষের বিরুদ্ধে আন্দোলনকে জোরদার করতে ঘাটাল সাংগঠনিক জেলার প্রত্যেক ব্লক ও শহরে মিছিল করার সিদ্ধান্ত হয়। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই ভাষা আন্দোলন নিয়ে সরব হয়েছিলেন। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি পরিযায়ীদের আটকে রেখে নানা রকম ভাবে হেনস্থা ও অত্যাচারের ঘটনার প্রতিবাদ জনিয়ে বাঙালি বিরোধী আন্দোলনকে গ্রামে গঞ্জে ছড়িয়ে দিতে চাইছে শাসক দল। এই আবহে ব্লক ও শহর নেতৃত্বকে মিছিল করার কথা জানানো হয়। ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পটি কী, আমজনতাকে সে বিষয়ে অবগত করার জন্য জোরদার প্রচারে নামার সিদ্ধান্তও হয়। প্রকল্পের মূল লক্ষ্য হল, বুথ স্তরে ক্যাম্পের মাধ্যমে মানুষের কাছ থেকে উঠে আসা যাবতীয় সমস্যার সমাধান। এ দিন ঘাটাল শহরে তৃণমূলের মিছিলেও ওই কর্মসূচির কথা প্রচার করা হয়। ঘাটাল ব্লক কার্যালয় থেকে শুরু হয়েছিল মিছিল। গোটা ঘাটাল শহর পরিক্রমা করে শেষ হয় মিছিল। তার পর বৈঠক শুরু হয়।
তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি অজিত বলেন, ‘‘রবিবার ঘাটাল সহ জেলা জুড়েই মিছিল হয়েছে। বাঙালি বিরোধী বিদ্বেষের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চলবে। ব্লকে ব্লকে মিছিলও হবে।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)