Advertisement
০২ মে ২০২৪

কাউন্সিলদের বেড়ানো বাতিল

বিতর্ক এড়াতে কাউন্সিলরদের দার্জিলিং, গ্যাংটক ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করলো হলদিয়া পুরসভা। রবিবার দুপুরে হলদিয়ার পুরপ্রধান দেবপ্রসাদ মণ্ডল জানান, ‘‘সম্প্রতি ভয়াবহ ভূমিকম্পে নেপাল ও আমাদের দেশে বহু ক্ষতি হয়েছে, প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ। তাছাড়াও আমাদের ঘুরতে যাওয়ার বিষয়টি নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল। এই দু’টি কারণেই আমরা ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করেছি।’’

নিজস্ব সংবাদদাতা
হলদিয়া শেষ আপডেট: ০৪ মে ২০১৫ ০০:০৩
Share: Save:

বিতর্ক এড়াতে কাউন্সিলরদের দার্জিলিং, গ্যাংটক ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করলো হলদিয়া পুরসভা। রবিবার দুপুরে হলদিয়ার পুরপ্রধান দেবপ্রসাদ মণ্ডল জানান, ‘‘সম্প্রতি ভয়াবহ ভূমিকম্পে নেপাল ও আমাদের দেশে বহু ক্ষতি হয়েছে, প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ। তাছাড়াও আমাদের ঘুরতে যাওয়ার বিষয়টি নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল। এই দু’টি কারণেই আমরা ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করেছি।’’

প্রসঙ্গত পুরসভার অর্থে হলদিয়া পুরসভার কাউন্সিলররা সপরিবারে দার্জিলিং ও গ্যাংটক ঘুরতে যাবেন বলে ঠিক হয়েছিল। যদিও পুরপ্রধানের দাবি ভ্রমণের খরচের কিছুটা অংশ পুরসভা ও কিছুটা অংশ কাউন্সিলরদের খরচ করার কথা ছিল। কাউন্সিলরদের দার্জিলিং ও গ্যাংটক ভ্রমণের বিষয়ে কি সরকারিভাবে পুরসভার কাছ থেকে কোনও রিপোর্ট চাওয়া হয়েছে? এই প্রশ্নের উত্তরে দেবপ্রসাদবাবু জানান আমাদের কাছে কেউ কিছু জানতে চায়নি।

পুরসভার অর্থে কাউন্সিলরদের পরিবারের সদস্য মিলিয়ে মোট ৭৬ জনের টিকিট কাটা হয়েছিল। ২১মে যাওয়ার এবং ২৭মে ফেরার টিকিট কাটা হয়েছিল। বিষয়টি জানাজানি হতেই জেলার রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। সে সময় পুরপ্রধান জানিয়েছিলেন আমরা মানুষের অর্থ তছরুপ করছি না। কাউন্সিলরদের বিনোদন বাবদ প্রতিবছর কিছু অর্থ খরচের নিয়ম রয়েছে। তা থেকেই ভ্রমণের খরচের কিছুটা অংশ দেওয়ার কথা ছিল।

এ দিকে বিষয়টি জানতে পারার পর সিপিএমের জেলা সম্পাদক নিরঞ্জন সিহি দলীয় কাউন্সিলরদের ওই ভ্রমণে যেতে নিষেধ করেছিলেন। বিষয়টি নিয়ে সে সময় তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন।

রবিবার বিকালে সিপিএমের জেলা সম্পাদক নিরঞ্জন সিহি জানান, ‘‘সরকারি টাকা খরচ করে কাউন্সিলরদের প্রমোদ ভ্রমণের আমরা বিরোধী। সেজন্য বিষয়টি জানতে পারার পর আমরা দলীয় কাউন্সিলরদের সেই ভ্রমণে যেতে নিষেধ করেছিলাম। সমালোচনা শুরু হওয়াই তৃণমূল পরিচালিত হলদিয়া পুরসভা চাপে পড়ে ভ্রমণের সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE