Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Jakat Majhi Pargana Mahal

আসল-নকল দ্বন্দ্ব সাঁওতাল সংগঠনে

আসল-নকলের গেরোয় বিভ্রান্ত আদিবাসী সম্প্রদায়।  

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
ঝাড়গ্রাম শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২০ ০৫:১৬
Share: Save:

নজিরবিহীন দ্বৈরথ সাঁওতালদের প্রধান সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহলে। রবিন টুডু ও বাদল কিস্কু দু’জনেরই দাবি, তাঁরা ভারত জাকাত মাঝি পারগানা মহলের পশ্চিমবঙ্গ রাজ্যের ‘পনত পারগানা’ (রাজ্যের সামাজিক প্রধান)। ফলে, আসল-নকলের গেরোয় বিভ্রান্ত আদিবাসী সম্প্রদায়।

সামাজিক সংগঠনে রাজনীতির অনুপ্রবেশের অভিযোগে গত মাসে কেন্দ্রীয় নেতৃত্ব ‘দিশম পারগানা’ (সর্বভারতীয় প্রধান) পদ থেকে নিত্যানন্দ হেমব্রমকে সরিয়ে দিয়েছেন। তা মানতে রাজি নন নিত্যানন্দ। কয়েক মাস আগে নিত্যানন্দ পনত পারগানা পদ থেকে বাদল কিস্কুকে সরিয়ে দিয়ে রবিন টুডুকে এ রাজ্যের পনত পারগানা ঘোষণা করেছিলেন। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব জানিয়ে দিয়েছেন, বাদলই পশ্চিমবঙ্গের ‘পনত পারগানা’।

রবিনকে চাপে রাখতে সাঁওতালি শিক্ষা, জাতিগত শংসাপত্র, পঞ্চম তফসিলে অন্তর্ভুক্তি নিয়ে রাজ্য জুড়ে আন্দোলনে নামছে বাদল গোষ্ঠী। গত ৫ নভেম্বর বাঁকুড়ায় সংগঠনের বৈঠক ডেকেছিলেন বাদল। সেখানে সিদ্ধান্ত হয়, সাঁওতালি মাধ্যমের শিক্ষক নিয়োগ, অলচিকি লিপিতে পঠনপাঠনের পরিকাঠামো গড়া-সহ বিভিন্ন দাবিতে ডিসেম্বরে আদিবাসী অধ্যুষিত জেলার জেলাশাসকদের গণ ডেপুটেশন দেওয়া হবে। ইতিবাচক সাড়া না মিললে অবরোধ, ঘেরাওয়ের মতো কর্মসূচি হবে। নবান্ন অভিযানও হতে পারে। সূত্রের খবর, রবিন গোষ্ঠীকে চাপে রাখতেই রাজ্যের বিরুদ্ধে কোমর বাঁধছে বাদল গোষ্ঠী।

আগে রবিন ছিলেন অবিভক্ত মেদিনীপুর জেলার পারগানা। গত বছর লোকসভা ভোটের আগে নিত্যানন্দ-রবিনের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক করেন। তারপরে রবিনের স্ত্রী বিরবাহা সরেন ঝাড়গ্রাম লোকসভায় তৃণমূলের প্রার্থী হন। ক্ষুব্ধ পারগানা মহল নেতৃত্ব রবিনকে শো-কজ় করেন। পরে তাঁকে সামাজিক পদ থেকে বহিষ্কারও করা হয়। কিন্তু রবিন মেদিনীপুরে পাল্টা সম্মেলন করে শক্তি জাহির করেন। নিত্যানন্দ রবিনকে পনত পারগানার দায়িত্ব দেন। বিরবাহা ভোটে হারলেও জেলা তৃণমূলের সভাপতি হন। এখন তিনি তৃণমূলের জেলা চেয়ারম্যান। আর রবিন এখন তৃণমূলের এসটি সেলের রাজ্য সভাপতি। সম্প্রতি রবিন বিরোধী পালহান সরেন আবার সামাজিক সংগঠনের পদ ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন।

বাদল বলেন, ‘‘সংগঠনের জাতীয় পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আমি বাংলার পনত পারগানা। বিশেষ কোনও রাজনৈতিক দলের মদতে কেউ কেউ নিজেদের সংগঠনের নেতৃত্ব বলে ভুয়ো প্রচার করছেন। সাঁওতালি ভাষায় শিক্ষা সহ বিভিন্ন দাবিতে ডিসেম্বর থেকে আমরা আন্দোলনে নামছি।’’ রবিন পাল্টা বলছেন, ‘‘আমিই দিশম পারগানার প্রতিনিধি হিসেবে বাংলার পনত পারগানা। বিজেপি আড়াল থেকে বাদল কিস্কুদের দিয়ে এসব করাচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jakat Majhi Pargana Maha Inner conflict
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE