Advertisement
০৭ মে ২০২৪

গেরুয়া যোগ! জল্পনা বাড়াচ্ছেন রমা

তবে কি তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখাতে চলেছে রমাপ্রসাদ গিরি? জল্পনা ছড়িয়েছে শাসক দলের অন্দরেই। 

রমাপ্রসাদ (চিহ্নিত)

রমাপ্রসাদ (চিহ্নিত)

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ২৮ মে ২০১৯ ০১:২৮
Share: Save:

শনিবার সন্ধ্যা থেকে তাঁর নাগাল পাচ্ছেন না তৃণমূলের অনেকে। একান্ত অনুগতের ফোনও ধরেননি। তৃণমূলের জেলা পরিষদ সদস্যদের এক হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। সোমবার সকালে সেই গ্রুপ থেকেও বেরিয়ে গিয়েছেন তিনি। তবে কি তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখাতে চলেছে রমাপ্রসাদ গিরি? জল্পনা ছড়িয়েছে শাসক দলের অন্দরেই।

তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন, ‘‘আমি এ রকম কিছু শুনিনি।’’ পরে তাঁর সংযোজন, ‘‘যে যাওয়ার যাবে, যে থাকার থাকবে।’’ সোমবার জেলায় এসেছিলেন শুভেন্দু অধিকারীও। তাঁকেও প্রশ্ন করা হয়, তৃণমূলের কেউ কেউ তো বিজেপির দিকে ঝুঁকছেন? শুভেন্দুর জবাব, ‘‘আমাদের কাছে এ রকম কোনও খবর নেই।’’ তবে জেলা তৃণমূলের এক নেতা মানছেন, ‘‘শনিবার থেকে ওর (রমাপ্রসাদ) সঙ্গে যোগাযোগ করতে পারছি না। অনেকবার ফোন করেছি। একবারও ধরেনি। আমি শুনেছি, ও বিজেপির শিবিরে ভিড়েছে।’’ রমাপ্রসাদ যুব তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি। জেলা পরিষদের কৃষি- সেচ কর্মাধ্যক্ষও। তিনি যুব তৃণমূলের রাজ্য সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী বলেই দলের অন্দরে পরিচিত ছিলেন।

জল্পনা বাড়িয়েছেন রমাপ্রসাদ নিজেও। এই যুব নেতা নিজেও এক হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছিলেন। গ্রুপের নাম দিয়েছিলেন, ‘টিএমওয়াইসি মিডিয়া ইনফো।’ সোমবার এই গ্রুপের নামও বদলে গিয়েছে। নামের আগে ‘টিএমওয়াইসি’ আর নেই। শুধু রয়েছে ‘মিডিয়া ইনফো’। আগে গ্রুপ আইকনে ছিল তৃণমূলের প্রতীক, জোড়াফুলের ছবি। এ দিন সেখানে নিজের ছবি দিয়েছেন ওই যুব নেতা। কেন তৃণমূলের থেকে এ ভাবে দূরত্ব বাড়ালেন রমাপ্রসাদ? তাঁর ঘনিষ্ঠরা জানাচ্ছেন, ওই যুব নেতা জানতে পেরেছিলেন, তাঁকে যুব তৃণমূলের জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হবে। এটা জানার পরেই ক্ষুব্ধ হন তিনি। তাঁর ক্ষোভ, দলের কেউ তাঁর সঙ্গে এ নিয়ে কথাই বলেননি। অথচ, এই ‘সম্ভাব্য’ অপসারণের খবর তাঁকে দলের অন্য সূত্র থেকে জানতে হয়েছে।

তৃণমূলের এক প্রাক্তন ছাত্র নেতার হাত ধরে বিজেপি- শিবিরের কাছাকাছি পৌঁছন রমাপ্রসাদ। ওই প্রাক্তন ছাত্র নেতাও এখন বিজেপিতে রয়েছেন। ওই ছাত্র নেতা এক সময়ে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ছিলেন। রমাপ্রসাদ তখন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি ছিলেন। পরে বিজেপির এক শীর্ষ নেতার সঙ্গে যোগাযোগ করেন তিনি। ওই শীর্ষ নেতা না কি তাঁকে দলে নেওয়ার আশ্বাস দেন। রমাপ্রসাদের অনুগতরা জানাচ্ছেন, ‘‘দাদা এখন মেদিনীপুরে নেই। এ রাজ্যেও নেই। দাদা বাইরে রয়েছেন।’’ বাইরে মানে? এক অনুগতের কথায়, ‘‘আমি যতদূর জানি দিল্লিতে।’’

অনেক চেষ্টা করে, অন্য এক সূত্রে (ফোনে নয়) সোমবার যোগাযোগ করা গিয়েছে যুব তৃণমূলের জেলা সভাপতি রমাপ্রসাদের সঙ্গে। আপনি বিজেপিতে যোগ দিচ্ছেন? মেদিনীপুরে জল্পনা তো এমনই? সদুত্তর এড়িয়ে রমাপ্রসাদ বলেছেন, ‘‘আমি মেদিনীপুরে নেই। বাইরে এসেছি, বেড়াতে। পরে কথা হবে।’’ রমাপ্রসাদকে দলে নেওয়া নিয়ে অবশ্য বিজেপিতে দ্বিমত রয়েছে। জেলা বিজেপির সহ- সভাপতি শিবু পানিগ্রাহী বলেন, ‘‘ওকে (রমাপ্রসাদ) আমরা দলে নিচ্ছি না। সোমবার বিজেপির এক শীর্ষ নেতার সঙ্গে আমার কথা হয়েছে। তিনিই আমাকে জানিয়েছেন, ওকে দলে নেওয়া হচ্ছে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rama Prasad Giri TMC BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE