Advertisement
২০ এপ্রিল ২০২৪

জঙ্গলমহলে অশান্তি নেই, দাবি ভারতীর

জঙ্গলমহল নিয়ে উদ্বেগের কিছু নেই, এমনটাই দাবি করলেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষ। এক সময়ের মাওবাদী ডেরা বিনপুরের কুশবনির জঙ্গলে বৃহস্পতিবার রাতে উদ্ধার হয়েছে তাজা মাইন।

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৩৪
Share: Save:

জঙ্গলমহল নিয়ে উদ্বেগের কিছু নেই, এমনটাই দাবি করলেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষ। এক সময়ের মাওবাদী ডেরা বিনপুরের কুশবনির জঙ্গলে বৃহস্পতিবার রাতে উদ্ধার হয়েছে তাজা মাইন। দহিজুড়ি-পড়িহাটি রাস্তার ধারে একটি গাছের গোড়ায় পড়ে থাকা কৌটো-মাইনটি শুক্রবার নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড। ২০০৮-এর মে মাসে পঞ্চায়েত ভোটের দিন এই রাস্তার ধারেই মাইন বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন দুই ভোটকর্মী-সহ তিন জন। ফলে, উদ্বেগ ছড়িয়েছিল। তবে শনিবার মেদিনীপুরে সরকারি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভারতীদেবী স্পষ্টই বলেন, ‘‘আমি এসপি হিসেবে বলছি, যা দেখছেন বিশ্বাস করবেন না। গত দু’দিন ধরে যা দেখছেন তা বানানো জিনিস। জঙ্গলমহলে যে শান্তি আছে তা থাকবে।’’ একই সঙ্গে পুলিশ সুপারের মন্তব্য, ‘‘কিছু মানুষ রাত-দিন চিন্তা করছে কী করে এই জঙ্গলমহলে অশান্তি পাকানো যায়।’’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেরণায় বাংলা এগিয়ে যাচ্ছে বলেও এ দিন মন্তব্য করেন ভারতীদেবী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jangalmahal Bharati Ghosh Police superintendent
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE