Advertisement
২৩ এপ্রিল ২০২৪

সচেতনতার বার্তা দিয়ে প্রচার বামেদের

পোস্টার বা লিফলেট নয়, রীতিমতো ফ্লেক্স তৈরি করে টাঙানো হয়েছে ঘাটাল শহর জুড়ে। কোথাও লেখা রয়েছে ‘ট্রাফিক আইন মেনে চলুন’।

বামেদের ফ্লেক্স। নিজস্ব চিত্র।

বামেদের ফ্লেক্স। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ঘাটাল শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৬ ০০:০০
Share: Save:

পোস্টার বা লিফলেট নয়, রীতিমতো ফ্লেক্স তৈরি করে টাঙানো হয়েছে ঘাটাল শহর জুড়ে। কোথাও লেখা রয়েছে ‘ট্রাফিক আইন মেনে চলুন’। আবার কোথাও বা ‘জমা জল ও আবর্জনা পরিষ্কার রেখে ডেঙ্গি থেকে নিজেকে রক্ষা করুন’-এমনই নানা সতর্কবার্তা। সৌজন্যে বামেরা।

সূত্রের খবর, বিধানসভা ভোটে রাজ্য জুড়ে ভরাডুবির পর এখন কিছুটা কোণঠাসা অবস্থায় ঘাটাল সিপিআইএম। ভোটের ফল প্রকাশের পর থেকে এখনও দলের বহু সদস্য ও কর্মী দল ছেড়ে যোগ দিচ্ছেন তৃণমূলে। ঘাটাল মহকুমায় শতাধিক শাখা অফিস বন্ধ পড়ে রয়েছে। বন্ধ একাধিক লোকাল কমিটির অফিসও। জোনাল অফিস গুলি নিয়ম করে খোলা হলেও অফিসে কর্মীদের আনাগোনা চোখে পড়ার মতো নয়। ঠিক এই পরিস্থিতিতেই ঘাটাল সিপিআইএমের উদ্যোগে ফ্লেক্স সচেতনতা মূলক প্রচার ভোটের প্রচারের পালে হাওয়া দেওয়ার চেষ্টা তো বটেই।

সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য অশোক সাঁতরা বলেন, “দলের ঘাটাল জোনের পক্ষ থেকে সচেতন মূলক নানা প্রচার শুরু হয়েছে। এটা দলের কেন্দ্রীয় কমিটির কোনও নির্দেশে নয়। তবে প্রচারের আগে আমাদের জানানো হয়েছিল। আমরাও সম্মতি দিয়েছি।” এবিষয়ে ।ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই বলেন, “রাজনৈতিক দল মানুষকে সচেতন করতে প্রচার করতেই পারে। এটাই তো দলের দায়িত্ব।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CPIM Awareness Program
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE