মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দ হয়েছে। তাই স্বাধীনতা দিবস পর্যন্ত জাতীয় সড়কে মেদিনীপুর-খড়্গপুর দুই শহরের সংযোগস্থল সাজিয়ে রাখার সিদ্ধান্ত নিল তৃণমূল। বুধবার খড়্গপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ দিন মেদিনীপুরে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সভা ছিল। মঙ্গলবার সন্ধ্যাতেই তিনি মেদিনীপুরে পৌঁছে গিয়েছিলেন। তৃণমূলনেত্রীকে স্বাগত জানাতে দলের শহর কমিটির পক্ষ থেকে চৌরঙ্গীতে মেদিনীপুর-খড়্গপুরের সংযোগস্থল ৬ নম্বর জাতীয় সড়ক সাজিয়ে তোলা হয়েছিল। সৌন্দর্যায়নে ব্যবহার করা হয়েছে নানা রঙের কাপড় ও আলো। মঙ্গলবার সন্ধ্যায় মেদিনীপুর ঢোকার আগে চৌরঙ্গী এলাকার ওই সৌন্দর্যায়ন মমতার নজরে পড়ে। তৃণমূলের দলীয় সূত্রে খবর, অস্থায়ী এই সাজ নেত্রীর পছন্দ হয়েছে। নিজের আপ্তসহায়ক মারফত সেই কথা তিনি জানিয়েছেন খড়্গপুরের পুরপ্রধান তথা তৃণমূলের শহর সভাপতি প্রদীপ সরকারকে। ১৫ অগস্ট পর্যন্ত একই ভাবে চৌরঙ্গী সাজিয়ে রাখা যায় কিনা সে কথাও জানতে চেয়েছেন বলে তৃণমূলের দাবি। পুরপ্রধান প্রদীপ বলেন, “মঙ্গলবার রাতেই চৌরঙ্গী হয়ে যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক ফোন করেছেন। যে ভাবে চৌরঙ্গী সাজানো হয়েছে নেত্রী তার প্রশংসা করেছেন। উনি বলেছেন, দিদি চান স্বাধীনতা দিবস পর্যন্ত এ ভাবেই সজ্জিত থাকুক চৌরঙ্গী। মুখ্যমন্ত্রীর কথা মেনে ১৫ অগস্ট পর্যন্ত চৌরঙ্গী সাজিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছি।”