Advertisement
১০ জুন ২০২৪

সেই সোনা-তালুক থেকেই প্রচারে নামছেন ভারতী

হরেকৃষ্ণপুর ও চক চাঁইপাট এলাকায় পদযাত্রায় পা মেলাবেন। বাড়ি বাড়ি প্রচারেও যাবেন প্রাক্তন আইপিএস।

বিজেপি প্রার্থী ভারতী ঘোষ।

বিজেপি প্রার্থী ভারতী ঘোষ।

নিজস্ব সংবাদদাতা
ঘাটাল শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৯ ০০:০৬
Share: Save:

চ্যালেঞ্জ নিতে যে তিনি প্রস্তুত তা বুঝিয়েছিলেন আগেই। সেই মতো সোনা মামলার তালুক দিয়েই প্রচার শুরু করছেন ঘাটাল কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। বিজেপি সূত্রে খবর, আজ, সোমবার ডেবরায় কর্মিসভা সেরে সোজা দাসপুর যাবেন ভারতী। হরেকৃষ্ণপুর ও চক চাঁইপাট এলাকায় পদযাত্রায় পা মেলাবেন। বাড়ি বাড়ি প্রচারেও যাবেন প্রাক্তন আইপিএস।

২০১৮ সালের ফেব্রুয়ারিতে এই দাসপুরের যুবক চন্দন মাঝির দায়ের করা অভিযোগের ভিত্তিতেই সোনা প্রতারণার মামলায় নাম জড়িয়েছিল পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার ভারতীর। মামলা এখনও মেটেনি। তবে সুপ্রিম কোর্টের নির্দেশে ভারতীকে গ্রেফতার করা যাবে না। এমন পরিস্থিতিতে চন্দনের বাড়ির এলাকা থেকে দাসপুরের চাঁইপাট থেকে ভারতীর প্রচার শুরু তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। ভারতী নিজে শুধু বলছেন, ‘‘দাসপুর দিয়ে কেন প্রচার শুরু করছি তা দাসপুরে গিয়েই বলব।”

জেলার পুলিশ সুপার ধাকাকালীন বিতর্ক কখনও পিছু ছাড়েনি ভারতীর। শেষে সোনা প্রতারণা মামলাতেও নাম জড়ায় তাঁর। এ সব নিয়ে বিঁধতে ছাড়ছে না বিরোধীরা। তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতির কটাক্ষ, “একজন দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার এখন নেত্রী হতে চাইছেন। কিন্তু মানুষকে বোকা বানানো এত সহজ নয়। বিজেপির যাবতীয় কৌশল যে কাজে আসবে না তা ফল বেরোলেই পরিষ্কার হয়ে যাবে।”

আরও পড়ুন: দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

এ সব নিয়ে প্রচারে প্রশ্নের মুখে পড়তে হতে পারে ধরে নিয়েই প্রস্তুতি সারছে গেরুয়া শিবির। বিজেপি কর্মীরা ব্যাখ্যা দিচ্ছেন, ভারতীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। কিন্তু তৃণমূল নেতারা যে নগদ টাকা নিচ্ছেন, তা-তো নারদ-কাণ্ডের ভিডিয়োতেই সবাই দেখেছে। বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কথায়, ‘‘সরকারের কিছু লোক মিথ্যা মামলায় ভারতী ঘোষকে ফাঁসানোর চেষ্টা করেছিল। এ বার উনি জনগণের আদালতে যাচ্ছেন। তৃণমূল এর মোকাবিলা করুক।’’

ভারতীর ভাবমূর্তির পাশাপাশি দলের দ্বন্দ্ব গেরুয়া শিবির কী ভাবে সামলায়, সে দিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের। ঘাটাল লোকসভা এলাকা জুড়েই নানা স্তরে বিরোধ রয়েছে বিজেপি নেতাদের। প্রচারে ঝড় তুলতে সেই কাঁটা তুলে ফেলাও জরুরি। যদিও বিজেপি-র ঘাটাল সাংগঠনিক জেলার সভানেত্রী অন্তরা ভট্টাচার্যের দাবি, “আমাদের মধ্যে কোথাও কোনও দ্বন্দ্ব নেই। জেলার সব নেতারাই প্রার্থীর সঙ্গে আছেন। ভারতী ঘোষকে জেতাতে আমরা সবাই জোটবদ্ধ হয়ে লড়ছি।”

বিজেপি সূত্রে খবর, আজ, সোমবার প্রচার শুরুর আগে খড়্গপুর ঘেঁষা মাদপুরে মনসা মন্দিরে পুজো দেবেন। সেখানে উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অন্তরা বলেন, “বৈঠকেই প্রচারের যাবতীয় পরিকল্পনা করা হবে। প্রার্থীর সঙ্গে কর্মীদের আলাপ-পরিচয়ও হবে।” ভারতীর সমর্থনে কাল, মঙ্গলবার ঘাটাল শহরের বিদ্যাসাগর মাঠে বিজেপি এক সভারও আয়োজন করেছে। সেখানে মূল বক্তা ত্রিপুরার উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE