মধ্যবিত্ত ও খেটে খাওয়া মানুষের স্বার্থে বাম প্রার্থীদের জেতানোর আহ্বান জানালেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। মঙ্গলবার ঘাটাল কেন্দ্রের বাম প্রার্থী তপন গঙ্গোপাধ্যায়ের সমর্থনে প্রচার করেন বিমানবাবু। তিনি বলেন, “সংসদে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষদের জন্য বলার কেউ নেই। যাঁরা যাচ্ছেন তাঁরা সবাই প্রচুর সম্পদের মালিক। তাঁরা সম্পদ রক্ষা করতেই ব্যস্ত। তাই বামফ্রন্ট প্রার্থীকে সংসদে পাঠানো জরুরি। তবেই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তদের স্বার্থ রক্ষা হবে।”
পশ্চিম মেদিনীপুরেরএই কেন্দ্র একসময় সিপিএমের ঘাঁটি ছিল। অনিল বসু যখন রেকর্ড ৬ লক্ষ ভোটে জিতেছিলেন তখনও ঘাটাল ছিল আরামবাগ লোকসভার মধ্যে। এখন সব অঙ্ক পাল্টে গিয়েছে। তৃণমূলের দাপটে কোণঠাসা বামেরা। অনেকেই মনে করছেন, সিপিএম এখন তৃতীয় স্থানের জন্য লড়াই করছে। দলের প্রার্থী তপন অবশ্য বলছেন, “আমরা লড়ছি নীতির লড়াই। কেন্দ্রে মোদী এবং রাজ্যে দিদি একই মুদ্রার এ-পিঠ ও-পিঠ। শুধু তারকা প্রার্থী দিয়ে মন জয়ের চেষ্টা পুরোনো হয়ে গিয়েছে।’’
নাম ঘোষণার পরই ঘাটাল জুড়ে জোর প্রচার শুরু করেছেন বাম প্রার্থী। এ দিন সকালে ঘাটাল শহরের মূল বাজারের প্রচার চলে। ছোট-বড় ব্যবসায়ী, আনাজ বিক্রেতা, পথচলতি মানুষের কাছে জোড় হাতে ভোট প্রার্থনা করেন তপন। পরে ঘাটাল আদালতে গিয়ে আইনজীবীদের সঙ্গেও দেখা করেন তিনি। বিকেলে ছিল কর্মিসভা ও মিছিল। মিছিলেন পুরোভাগে প্রার্থীর সঙ্গে ছিলেন বিমান বসু, সিপিএমের জেলা সম্পাদক তরুণ রায়, অশোক সাঁতরা প্রমুখ।