আগামী ২৭ মার্চ খড়্গপুরের সুভাষপল্লিতে বিএনআর মাঠে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভার প্রচারে শহরের বিভিন্ন জায়গায় লাগানো হচ্ছে ফ্লেক্স। শুক্রবার শহরের বাসস্ট্যান্ড থেকে ইন্দা মোড় পর্যন্ত অভিযানে চালান মহকুমাশাসক তথা রিটার্নিং অফিসার সঞ্জয় ভট্টাচার্য। রাস্তার ধারে গাছ ও বাঁশের খুঁটিতে লাগানো বিভিন্ন ফ্লেক্স খুলে ফেলা হয়। খুলে দেওয়া হয় মোদীর সভার প্রচারে লাগানো ফ্লেক্সও। মহকুমাশাসক সঞ্জয়বাবু বলেন, ‘‘সরকারি জমিতে কোনও রাজনৈতিক দলের পতাকা, হোডিং লাগানো যায় না। তাই সরকারি বিধি মেনে ওই হোডিং খোলা হয়েছে।’’ ছবি: নিজস্ব চিত্র।