সায়েন্স সিটি খুঁজছে তরুণ পেশাদার। ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়ামস-এর অধীনস্থ ওই সংস্থায় ওই পদে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নকে নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।
হর্টিকালচারিস্ট হিসাবে নিযুক্তকে কাজ চলবে। ওই সংস্থার বাগান পরিচর্যার কাজের দায়িত্ব তাঁকে সামলাতে হবে। কাজের জন্য আগ্রহীদের হর্টিকালচার বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন হওয়া প্রয়োজন। পাশাপাশি, তাঁদের ল্যান্ডস্কেপিং, গার্ডেনিং, প্ল্যান্টেশন-এর কাজে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
আরও পড়ুন:
সরকারি সংস্থা কিংবা সরকার অধীনস্থ প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার মিলবে। প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। ওই পদে নিযুক্তকে এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। পদে মেয়াদ আরও এক বছরের জন্য বৃদ্ধি পেতে পারে। পারিশ্রমিক হিসাবে ৩৫ হাজার টাকা দেওয়া হবে।
আগ্রহীদের ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে। জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্রের মতো নথি-সহ আবেদন সায়েন্স সিটি-র ডিরেক্টরিকে পাঠানো প্রয়োজন। আবেদনের শেষ দিন ১৫ জানুয়ারি।