Advertisement
০৭ মে ২০২৪
WB Panchayat Election 2023

প্রার্থীদের সাহস জোগালেন সেলিম

পঞ্চায়েত ভোটে গড়বেতায় এ বার সিপিএম তিন স্তরেই প্রার্থী দিয়েছে। গতবারের চেয়ে এ বার প্রচারও বাড়িয়েছে সিপিএম। প্রার্থী তালিকায় বেশিরভাগই নতুন মুখ।

বৃহস্পতিবার বিকেলে গড়বেতায় সিপিএমের কর্মিসভায় রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, জেলা সম্পাদক সুশান্ত ঘোষ । নিজস্ব চিত্র।

বৃহস্পতিবার বিকেলে গড়বেতায় সিপিএমের কর্মিসভায় রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, জেলা সম্পাদক সুশান্ত ঘোষ । নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
গড়বেতা শেষ আপডেট: ৩০ জুন ২০২৩ ০৬:৪৫
Share: Save:

সেই তপন-সুকুরকে পাশে নিয়ে পঞ্চায়েতে দলের প্রার্থীদের অভয় দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বৃহস্পতিবার বিকেলে গড়বেতা ১ ব্লকের ১২ টি পঞ্চায়েতের তিন স্তরের প্রার্থীদের নিয়ে রুদ্ধদ্বার সভা হয় সিপিএমের। গড়বেতায় দলের জোনাল কার্যালয়ে আয়োজিত এই সভায় অঞ্চল স্তরের ভারপ্রাপ্ত নেতারাও উপস্থিত ছিলেন। সেই সভায় বক্তৃতা করেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, জেলা সম্পাদক সুশান্ত ঘোষ। তাঁদের পাশেই দেখা গিয়েছে সেই তপন ঘোষ ও সুকুর আলিকে। ছিলেন আর এক নেতা দিবাকর ভুঁইয়াও। সভা পরিচালনায় ছিলেন সুকুর।

পঞ্চায়েত ভোটে গড়বেতায় এ বার সিপিএম তিন স্তরেই প্রার্থী দিয়েছে। গতবারের চেয়ে এ বার প্রচারও বাড়িয়েছে সিপিএম। প্রার্থী তালিকায় বেশিরভাগই নতুন মুখ। অনেকে পার্টি সদস্যপদও পাননি। এই আবহে ভোটের এক সপ্তাহ আগে প্রার্থীদের সাহস দিতে এ দিনের সভায় ‘ভোকাল টনিক’ দেন সেলিম, সুশান্ত দু'জনেই। সেলিম বলেন, "তৃণমূল - বিজেপির পায়ের তলার জমি সরছে। ওরা ভয় সন্ত্রাস করে, মিথ্যা মামলা, পরিবারের উপর চাপ সৃষ্টি করে মনোনয়ন প্রত্যাহার করিয়েও, আমাদের রুখতে পারেনি। পাড়ায়, গ্রামে, সমাজমাধ্যমে প্রচার চলছে। তাই বামপন্থীদের আটকাতে চেষ্টা চলছে সবদিক থেকে। তাই সাহস নিয়ে ভোটের শেষদিন পর্যন্ত সজাগ থাকতে হবে।" তিনি যোগ করেন, "পুলিশকে ছাড়া তৃণমূলের কোন নেতাই চলতে পারে না, পুলিশ সরে গেলেও ওরাই অসাড়। তাই প্রস্তুত থাকতে হবে সর্বদা।" সুশান্ত জেলায় তৃণমূল - বিজেপির সন্ত্রাস প্রতিহত করে দলের ঘুরে দাঁড়ানোর অতীত স্মরণ করে কর্মীদের উজ্জীবিত করে বলেন, "ঘুরে দাঁড়ানোর সেই ইতিহাস আরও একবার লিখতে প্রস্তুত থাকতে হবে, ভয় পেলে চলবে না।" সভা শেষে সিপিএমের এক প্রার্থী বলেন, "নেতাদের বক্তব্যে কিছুটা হলেও সাহস পেলাম।" গড়বেতার তৃণমূল বিধায়ক তথা জেলাপরিষদ প্রার্থী উত্তরা সিংহের পাল্টা, "বাম আমলে সন্ত্রাসের সেই মুখ তপন-সুকুরকে পাশে নিয়ে নেতারা গড়বেতায় ফের অশান্তির দিন ফিরিয়ে আনতে চাইছেন, শান্ত গড়বেতায় অশান্তি করলে মানুষই তার জবাব দেবেন।"

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

WB Panchayat Election 2023 Md Salim CPIM Garbeta
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE