Advertisement
২৬ এপ্রিল ২০২৪

মেডিক্যালে জ্বলবে হাইমাস্ট

জেলার একমাত্র মেডিক্যাল কলেজ হাসপাতাল। কিন্তু সেখানে পরিষেবার পাশাপাশি প্রশ্নের মুখে নিরাপত্তাও। মেদিনীপুর মেডিক্যাল চত্বরে হামেশাই চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটে। সন্ধের পরে আবার নামলেই হাসপাতাল চত্বরের একাংশে আলো জ্বলে না।

 আলোআঁধারি মেডিক্যাল চত্বর। নিজস্ব চিত্র।

আলোআঁধারি মেডিক্যাল চত্বর। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৭ ২৩:০০
Share: Save:

জেলার একমাত্র মেডিক্যাল কলেজ হাসপাতাল। কিন্তু সেখানে পরিষেবার পাশাপাশি প্রশ্নের মুখে নিরাপত্তাও। মেদিনীপুর মেডিক্যাল চত্বরে হামেশাই চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটে। সন্ধের পরে আবার নামলেই হাসপাতাল চত্বরের একাংশে আলো জ্বলে না। অন্ধকারে ঘটে নানা দুষ্কর্ম। পরিস্থিতি দেখে হাসপাতাল চত্বরে আরও আলো লাগাতে উদ্যোগী হলেন কর্তৃপক্ষ। ঠিক হয়েছে, এ বার লাগানো হবে আরও বেশি উজ্জ্বল হাইমাস্ট আলো। ইতিমধ্যে এ নিয়ে প্রস্তাবও পাঠানো হয়েছে। হাসপাতাল সুপার তন্ময় পাঁজা বলেন, “হাসপাতাল চত্বরে সৌন্দর্যায়নের কাজ শুরু হয়েছে। আরও আলো লাগানো হবে। প্রকল্প রূপায়িত হলে আশা করি হাসপাতাল চত্বরে আর আলোর সমস্যা থাকবে না।”

সম্প্রতি হাসপাতাল পরিদর্শনে এসেছিলেন জেলা প্রশাসনের আধিকারিকেরা। সমস্ত দিক খতিয়ে দেখেন। হাসপাতালের এক সূত্রে খবর, জেলা প্রশাসনের আধিকারিকেরাও হাসপাতাল চত্বরে আরও আলো লাগানোর পরামর্শ দিয়ে যান। সেই মতো পরিকল্পনা করা হয়েছে।

পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন ব্লক থেকে মেদিনীপুর মেডিক্যালে রোগীরা আসেন। দিনভর হাসপাতাল চত্বরে থাকে রোগীর পরিজনেদের ভিড়। হাসপাতাল চত্বর দিয়ে শুধু যে চিকিত্সক, রোগী এবং রোগীর পরিজনেরা যাতায়াত করেন তা নয়, মেডিক্যাল কলেজের পড়ুয়ারাও যাতায়াত করেন। পর্যাপ্ত আলোর অভাবে সন্ধে নামলে হাসপাতাল চত্বরের একাংশ অরক্ষিত হয়ে পড়ে। এখানে চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটে। তবে বেশিরভাগ ঘটনাতেই অভিযোগ হয় না। এক সময় এখানে ৬টি সিসি ক্যামেরা বসানো হয়েছিল। পরে সবগুলোই অকেজো হয়ে পড়ে। পরিস্থিতি দেখে নতুন করে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত হয়। সেই মতো সিসি ক্যামেরা বসানোর কাজ শুরুও হয়েছে।

কিন্তু শুধু তো সিসি ক্যামেরা হলে হবে না। হাসপাতাল চত্বরে পর্যাপ্ত আলো চাই। সব দিক খতিয়ে দেখে তাই এখানে হাইমাস্ট লাগানোর তোড়জোড় শুরু হয়েছে। যদিও হাসপাতাল সুপার তন্ময়বাবু বলেন, “হাসপাতাল চত্বর অরক্ষিত থাকে, এটা ঠিক নয়। সব সময়ই নজরদারি থাকে। নতুন করে সিসি ক্যামেরা বসানো হচ্ছে। প্রয়োজনে নজরদারি আরও বাড়ানো হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Light Midnapore Medical College and Hospital
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE