Advertisement
২৯ এপ্রিল ২০২৪

টোটো চলাচল নিয়ন্ত্রণে উদ্যোগ পুরসভার

পূর্ব মেদিনীপুরের জেলা সদর তমলুক শহরের রাস্তায় প্রায় দু’বছর আগে শুরু হয়েছে টোটো চলাচল। কিন্তু টোটোর উপর কোনও নিয়ন্ত্রণ ছিল না পুরসভা বা পরিবহণ দফতরের। শহরের এই টোটোর নির্দিষ্ট কোন স্ট্যান্ড বা রুটও নেই। যাত্রীদের জন্য ভাড়াও নির্দিষ্ট নেই। ফলে যত্রতত্র টোটো চালকরা ইচ্ছেমত যাত্রী তুলছে বলে অভিযোগ।

রাশ টানা যাবে কি টোটো চলাচলে? নিজস্ব চিত্র।

রাশ টানা যাবে কি টোটো চলাচলে? নিজস্ব চিত্র।

আনন্দ মণ্ডল
তমলুক শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৬ ০২:৩০
Share: Save:

পূর্ব মেদিনীপুরের জেলা সদর তমলুক শহরের রাস্তায় প্রায় দু’বছর আগে শুরু হয়েছে টোটো চলাচল। কিন্তু টোটোর উপর কোনও নিয়ন্ত্রণ ছিল না পুরসভা বা পরিবহণ দফতরের। শহরের এই টোটোর নির্দিষ্ট কোন স্ট্যান্ড বা রুটও নেই। যাত্রীদের জন্য ভাড়াও নির্দিষ্ট নেই। ফলে যত্রতত্র টোটো চালকরা ইচ্ছেমত যাত্রী তুলছে বলে অভিযোগ। এছাড়া এত টোটোর দাপটে প্রায়ই যানজট হচ্ছে বলে অভিযোগ।

সাধারণ মানুষের হয়রানি ও নানা অভিযোগের পর অবশেষে নড়ে বসেছে পুরসভা ও জেলা প্রশাসন। টোটো চালানোয় রাশ টানতে পুরসভার তরফে ক্রমিক নম্বর দেওয়ার জন্য গত বুধবার থেকে পুরসভার অফিসে আবেদনপত্র দেওয়া শুরু হয়েছে। পুরপ্রধান রবীন্দ্রনাথ সেন বলেন, ‘‘শহরে টোটো নিয়ন্ত্রণে জেলা প্রশাসন, পরিবহণ দফতরের সঙ্গে আলোচনা করে টোটোর রুট নির্ধারণ করা হয়েছে। শর্তসাপেক্ষে টোটো চালকদের গাড়িতে ক্রমিক নম্বর দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।’’

পুরসভার শর্ত অনুযায়ী, শহরের রাস্তায় টোটো চালাতে হলে চালককে পুরসভা এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। একজন ব্যক্তি একটিমাত্র ক্রমিক নম্বরের জন্য আবেদন জানাতে পারবেন। পরিবহণ দফতরের নির্ধারিত রুটে টোটো চালাতে হবে। টোটোয় চারজনের বেশি যাত্রী তোলা যাবে না। রাস্তায় যত্রতত্র গাড়ি দাঁড় করিয়ে যাত্রী তোলা যাবে না।

এই নিয়ম লাগু করে টোটোর দাপটে কতটা রাশ টানা যায়, সেটাই দেখার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Toto
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE