Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Nandigram

Nandigram Bomb Blast: বল ভেবে হাতে নিতেই ফাটল বোমা, নন্দীগ্রামে নিহত এক নাবালিকা, আহত দু’জন

কালিচরণপুর গ্রাম পঞ্চায়েতের জাদুচকবাড়ি এলাকায় এক পরিত্যক্ত বাড়ির ভিতর শুক্রবার সন্ধ্যায় ঘটেছে এই ঘটনা।

বোমা বিস্ফোরণে আহতেরা।

বোমা বিস্ফোরণে আহতেরা। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নন্দীগ্রাম শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২১ ১১:৫৯
Share: Save:

বোমা ফেটে শিশু নিহত হওয়ার ঘটনা ঘটল নন্দীগ্রামে। কালিচরণপুর গ্রাম পঞ্চায়েতের জাদুচকবাড়ি এলাকায় এক পরিত্যক্ত বাড়ির ভিতর শুক্রবার সন্ধ্যায় ঘটেছে এই ঘটনা। ওই নাবালিকা নিহত হওয়া ছাড়াও আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও দুই শিশু।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় খেলতে খেলতে ওই পরিত্যক্ত বাড়িতে ঢুকে পড়ে তিন নাবালিকা। সেখানেই বোমা পড়েছিল বলে অভিযোগ। বল ভেবে গোলাকার বস্তু হাতে নিতেই তা ফেটে যায়। এই বিস্ফোরণের জেরে কেঁপে ওঠে ওই এলাকা। বাচ্চাদের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরা এসে দেখেন, যন্ত্রণায় ছটফট করছে বোমার আঘাতে আহত শিশুরা।

স্থানীয়রা শিশুদের নিয়ে যান নন্দীগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। সেখানেই এক নাবালিকার মৃত্যু হয়। মৃতের নাম জাহিরুন খাতুন (৯)। বাকি দুই শিশু এখনও নন্দীগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন। তাদের দেহের বিভিন্ন অঙ্গে গুরুতর চোট রয়েছে বলে জানা গিয়েছে।

গোটা ঘটনা ঘিরে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতর। বিজেপি-র তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি প্রলয় পালের দাবি, ‘‘ওই এলাকা তৃণমূলের শক্ত ঘাঁটি। এখানে বিজেপির কোনও নেতা বা কর্মীকে দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাবে না। তাই এই বোমাগুলি তৃণমূলের লোকেরাই মজুদ রেখেছিল’’ প্রলয় জানিয়েছেন, বোমা কারা মজুদ করেছিল তা তদন্ত হলেই জানা যাবে।

যদিও এই ঘটনা নিয়ে মুখ খুলতে নারাজ তৃণমূল। তৃণমূলের নন্দীগ্রাম পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আবু তাহের বলেছেন, ‘‘আমি এই মুহূর্তে এলাকার বাইরে আছি। ঘটনার কথা শুনেছি। তবে কে বা কারা বোমা রেখেছিল তা জানি না।’’ এই বোমা রাখার পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলেও দাবি করেছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Nandigram bomb blast Minor Girl
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE