Advertisement
১১ মে ২০২৪

স্কুলে ন্যাপকিন ভেন্ডিং মেশিন

ঝাড়গ্রাম মহকুমায় এই প্রথম সরকারি বালিকা বিদ্যালয়ে চালু হল ন্যাপকিন ইনসিনেরেটার ও ভেন্ডিং মেশিন। শুক্রবার বিকেলে ঝাড়গ্রাম শহরের রানি বিনোদ মঞ্জরী রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ে ফিতে কেটে মেশিনটির উদ্বোধন করেন ঝাড়গ্রামের মহকুমাশাসক নকুলচন্দ্র মাহাতো।

মেশিন দেখছেন সস্ত্রীক মহকুমাশাসক। ডানদিকে প্রধান শিক্ষিকা ।—নিজস্ব চিত্র।

মেশিন দেখছেন সস্ত্রীক মহকুমাশাসক। ডানদিকে প্রধান শিক্ষিকা ।—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ঝাড়গ্রাম শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৬ ০২:১৫
Share: Save:

ঝাড়গ্রাম মহকুমায় এই প্রথম সরকারি বালিকা বিদ্যালয়ে চালু হল ন্যাপকিন ইনসিনেরেটার ও ভেন্ডিং মেশিন। শুক্রবার বিকেলে ঝাড়গ্রাম শহরের রানি বিনোদ মঞ্জরী রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ে ফিতে কেটে মেশিনটির উদ্বোধন করেন ঝাড়গ্রামের মহকুমাশাসক নকুলচন্দ্র মাহাতো।

স্কুল সূত্রে জানা গিয়েছে, কন্যাশ্রী প্রকল্পের আওতায় ‘সম্পূর্ণা’ প্রকল্পে এই দু'টি মেশিন স্কুল কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। স্কুলের প্রধান শিক্ষিকা পুষ্পলতা মুখোপাধ্যায় বলেন, এই মেশিনটি বসানোর জন্য আমরা মহকুমাশাসকের আছে আবেদন জানিয়েছিলাম। ভেন্ডিং মেশিনটিতে পাঁচ টাকার কয়েন দেওয়ার পর দু’টি ন্যাপকিন বেরিয়ে আসবে। এই মেশিন বসানোর ফলে স্কুলের প্রায় আটশো ছাত্রী উপকৃত হবে। ব্যবহৃত ন্যাপকিন ইনসিনেরেটার যন্ত্রে ফেলা হলে বিশেষ পদ্ধতিতে সেটি নষ্ট হবে।

মহকুমাশাসক নকুলচন্দ্র মাহাতো বলেন, মহকুমায় এই প্রথম এই মেশিন বসানো হল। এরফলে ছাত্রীদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার দিকটিও বজায় থাকবে। অনুষ্ঠানে ছিলেন প্রধান শিক্ষিকা পুষ্পলতা মুখোপাধ্যায়, মহকুমাশাসকের স্ত্রী মধুলিকা মাহাতো।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Napkin vending machine school
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE