Advertisement
১৮ এপ্রিল ২০২৪

স্ট্যান্ড নেই, জাতীয় সড়কেই বাসে যাত্রী তোলার হিড়িক

বাসস্ট্যান্ড নেই। ডেবরাচকে ৬ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়েই যাত্রী তোলে বাস। ডেবরা-সবং রাস্তাতেও যানজটে চলা দায়।

ডেবরার রাস্তায় দাঁড়ানো বাসে চলছে যাত্রী ওঠা-নামা।—রামপ্রসাদ সাউ।

ডেবরার রাস্তায় দাঁড়ানো বাসে চলছে যাত্রী ওঠা-নামা।—রামপ্রসাদ সাউ।

দেবমাল্য বাগচী
খড়্গপুর শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০১৭ ০১:৩০
Share: Save:

বাসস্ট্যান্ড নেই। ডেবরাচকে ৬ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়েই যাত্রী তোলে বাস। ডেবরা-সবং রাস্তাতেও যানজটে চলা দায়।

ডেবরাচক দিয়ে গিয়েছে কলকাতা-মুম্বই জাতীয় সড়ক। জাতীয় সড়ক থেকে দক্ষিণে চলে গিয়েছে সবংগামী রাস্তা। রয়েছে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়্গপুর শাখার বালিচক স্টেশনও। জাতীয় সড়ক দিয়ে হলদিয়া, মেচেদা, কলকাতা-সহ বহু দূরপাল্লার বাস যাতায়াত করে। বালিচকে ট্রেন ধরতেও বহু লোক জাতীয় সড়ক থেকে সবংগামী রাস্তা ধরে স্টেশনে আসেন। এই রাস্তার ধারে বসে বাজার। রাস্তার দু’ধারে গজিয়ে উঠেছে অসংখ্য দোকান। বাস ছাড়াও ট্রেকারও চলাচল করে এই রাস্তায়। যদিও ডেবরাচক বা বালিচক, কোথাওই বাসস্ট্যান্ড নেই।

স্ট্যান্ড না থাকায় যাত্রী তোলার জন্য রাস্তাতেই দীর্ঘক্ষণ বাস দাঁড়িয়ে থাকে। ডেবরাচক থেকে বালিচক যাওয়ার পথে রয়েছে একাধিক স্কুল, কলেজ, সরকারি অফিস। যদিও গাড়ি দাঁড়িয়ে থাকায় যানজট বাড়ে। বালিচকের বাসিন্দা স্কুল শিক্ষক দিলীপ সাঁই বলেন, “দিনে-দিনে বাসের সংখ্যা বাড়ছে। কিন্তু স্ট্যান্ড না থাকায় রাস্তাতেই বাস দাঁড়াচ্ছে। যানজটে নাকাল হচ্ছে মানুষ।’’

রাস্তায় বাস দাঁড়ানো নিয়ে প্রায়ই অশান্তিও বাধছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, বালিচক স্টেশনের লেভেল ক্রসিংয়ে উড়ালপুল তৈরির কাজ শুরু হলে সমস্যা আরও বাড়বে। বাসস্ট্যান্ড তৈরির কথা রেলকে জানানো হলেও কাজ হয়নি বলে অভিযোগ। বালিচক স্টেশন উন্নয়ন কমিটির সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, “রেল স্টেশনে যে বাসস্ট্যান্ড রয়েছে সেখানে তিনটি বাস দাঁড়ালে চলার জায়গা থাকে না। অথচ রেলের অনেক জমি রয়েছে। সেখানে বাসস্ট্যান্ড গড়া যেতে পারে।’’ তাঁর দাবি, ‘‘রেলের কাছে স্ট্যান্ড তৈরির দাবি জানানো হয়েছে। রাজ্যকে উদ্যোগী হয়ে রেলের থেকে জমি নিয়ে স্ট্যান্ড গড়ে তুলতে হবে।”

বাসট্যান্ড গড়ার দাবিতে সরব বাস মালিক সংগঠনগুলিও। তাঁদের দাবি, স্ট্যান্ড গড়তে ব্লক প্রশাসন উদ্যোগী হয়নি। ফলে বাসের চালক-কন্ডাক্টরের সঙ্গে এলাকার বাসিন্দাদের গোলমাল নিত্যদিনের ঘটনা। বালিচক বাস মালিক সংগঠনের সভাপতি অশোক জানা বলেন, “সম্প্রতি বাসস্ট্যান্ড গড়ার পরিকল্পনা হয়েছে বলে শুনছি। সেই কাজ দ্রুত হওয়া উচিত।’’ তাঁর কথায়, ‘‘রাস্তায় বাস দাঁড় করালেই এলাকার লোকেদের সঙ্গে অশান্তি হচ্ছে। তাই এলাকায় বাসস্ট্যান্ড তৈরি হওয়াটা জরুরি।’’ এ বিষয়ে ডেবরার বিডিও ললিত দাস বলেন, “ডেবরা-বালিচকে একটা বাসস্ট্যান্ড তৈরি করা উচিত। জমির অভাব রয়েছে। তবে আমরা চেষ্টা করছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

National Highway Bus stand
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE