Advertisement
১১ মে ২০২৪

বিদ্যাসাগরে প্রবেশিকা কবে, ঘোষণা না হওয়ায় উদ্বেগ

এতদিন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে মোট আসনের ৬০ শতাংশে শুধুমাত্র বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলোর পড়ুয়ারাই ভর্তি পারতেন। এ ক্ষেত্রে আবেদনের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশিত হত। অন্য দিকে, বাকি ৪০ শতাংশ আসনে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ছাড়াও অন্য বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলোর পড়ুয়ারা ভর্তি হতে পারতেন।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ২২ জুন ২০১৭ ০২:১২
Share: Save:

মেধা তালিকার বদলে স্নাতকোত্তরে প্রবেশিকা পরীক্ষা নিয়ে প়ড়ুয়া ভর্তির কথা আগেই জানিয়েছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নতুন নিয়মে ভর্তির আবেদনের শেষ দিন ছিল বুধবার। যদিও প্রবেশিকা পরীক্ষা কবে হবে তা এখনও জানায়নি বিশ্ববিদ্যালয়। ফলে, উদ্বেগ দেখা দিয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে। একাংশ ছাত্রছাত্রীর বক্তব্য, পরিকল্পনার অভাবেই এই পরিস্থিতি।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক জয়ন্তকিশোর নন্দী বলেন, “শীঘ্রই পরীক্ষার দিনক্ষণ জানানো হবে।” বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিকের কথায়, “আগামী এক-দু’দিনের মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে।”

এতদিন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে মোট আসনের ৬০ শতাংশে শুধুমাত্র বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলোর পড়ুয়ারাই ভর্তি পারতেন। এ ক্ষেত্রে আবেদনের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশিত হত। অন্য দিকে, বাকি ৪০ শতাংশ আসনে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ছাড়াও অন্য বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলোর পড়ুয়ারা ভর্তি হতে পারতেন। এ ক্ষেত্রে আবেদনের ভিত্তিতে আগে প্রবেশিকা পরীক্ষা নেওয়া হত।

এ বারও সেই মতোই বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছিল। পরে নিয়মে বদল আনে বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নেয়, স্নাতকোত্তরে আর মেধার ভিত্তিতে সরাসরি ভর্তি হতে পারবেন না কোনও পড়ুয়া। প্রবেশিকা পরীক্ষা দিয়েই ভর্তি হতে হবে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, স্নাতকোত্তরের মোট আসনের ৬০ শতাংশ আসনের ক্ষেত্রেও প্রবেশিকা পরীক্ষা হবে। এই পরীক্ষা দিতে পারবেন শুধুমাত্র বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলোর পড়ুয়ারাই। অন্য দিকে, বাকি ৪০ শতাংশ আসনের ক্ষেত্রেও আগের মতোই পরীক্ষা হবে।

ফর্ম পূরণের সময়সীমাও বাড়ানো হয়। জানানো হয়, ১৫-২১ জুন পর্যন্ত ফর্মপূরণ করা যাবে। বুধবারই ছিল ভর্তির আবেদনের শেষ দিন। তবে এ দিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রবেশিকা পরীক্ষার দিনক্ষণ না জানানোয় উদ্বেগ বাড়ল পড়ুয়াদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE