Advertisement
১৯ এপ্রিল ২০২৪

গোঁজ প্রার্থীর মনোনয়ন এ বার খড়্গপুরেও

এ বার গোঁজ প্রার্থীর মনোনয়ন জমা পড়ল খড়্গপুর গ্রামীণ বিধানসভা কেন্দ্রেও। আগেই দলের জেলা সভাপতির বিরুদ্ধে প্রার্থী হবেন বলে ঘোষণা খড়্গপুর-১ ব্লকের তৃণমূল নেতা শেখ আনোয়ার। শনিবার দুপুরে তিনি নির্দল প্রার্থী হিসেবে নিজের মনোনয়ন পেশ করেছেন। এ দিন পিংলার নির্দল প্রার্থী কার্তিকচন্দ্র দোলুই, বিজেপি-র খড়্গপুরের প্রার্থী গৌতম ভট্টাচার্য ও সবংয়ের প্রার্থী কাশীনাথ বসু মনোনয়ন জমা দেন। তবে শেখ আনোয়ারের মনোনয়নই ছিল যাবতীয় আকর্ষণের কেন্দ্র।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ২০ মার্চ ২০১৬ ০১:৩৬
Share: Save:

এ বার গোঁজ প্রার্থীর মনোনয়ন জমা পড়ল খড়্গপুর গ্রামীণ বিধানসভা কেন্দ্রেও। আগেই দলের জেলা সভাপতির বিরুদ্ধে প্রার্থী হবেন বলে ঘোষণা খড়্গপুর-১ ব্লকের তৃণমূল নেতা শেখ আনোয়ার। শনিবার দুপুরে তিনি নির্দল প্রার্থী হিসেবে নিজের মনোনয়ন পেশ করেছেন।

এ দিন পিংলার নির্দল প্রার্থী কার্তিকচন্দ্র দোলুই, বিজেপি-র খড়্গপুরের প্রার্থী গৌতম ভট্টাচার্য ও সবংয়ের প্রার্থী কাশীনাথ বসু মনোনয়ন জমা দেন। তবে শেখ আনোয়ারের মনোনয়নই ছিল যাবতীয় আকর্ষণের কেন্দ্র। মিছিল করে খড়্গপুরে মহকুমাশাসকের কার্যালয়ে আসেন আনোয়ার। মনোনয়ন জমা দেওয়ার পরে দাবি করেন খড়্গপুর বিধানসভায় তৃণমূল তৃতীয়স্থান দখল করবে। আনোয়ারের বক্তব্য, “সিপিএম প্রার্থী আমার প্রতিদ্বন্দ্বী হবেন। আমি জয়ী হব। সেখানে দীনেন রায় তৃতীয়স্থানে পড়ে থাকবেন।”

তৃণমূলের প্রার্থী তালিকা ঘিরে ক্ষোভ ধরা পড়েছে সর্বত্র। খড়্গপুরেও তৃণমূলের প্রার্থী তথা দলের জেলা সভাপতি দীনেন রায়ের বিরুদ্ধে নির্দল প্রার্থী হওয়ার কথা ঘোষণা করেন শেখ আনোয়ার। এর জেরে চূড়ান্ত অস্বস্তিতে পড়ে তৃণমূল। স্থানীয়স্তরে বহুবার তাঁকে বোঝানোর চেষ্টা করা হয়েছে বলে দলীয় সূত্রে খবর। তবে অবস্থান বদল করেননি আনোয়ার।

খড়্গপুর-১ ব্লকের বড়কোলার বাসিন্দা আনোয়ার এলাকায় তৃণমূলের যুব সহ-সভাপতি। সেই সঙ্গে টাটা মেটালিক্সের আইএনটিটিইউসি পরিচালিত ঠিকা শ্রমিক ইউনিয়নের সম্পাদক পদেও রয়েছেন তিনি। দলের প্রার্থী তালিকা ঘোষণার পরে গত ৬মার্চ নিজের অনুগামীদের নিয়ে কলাইকুণ্ডা এলাকায় বিক্ষোভ দেখান তিনি। সে দিনই বিক্ষুব্ধ আইএনটিটিইউসি-র কর্মী-সমর্থকেরা ঘোষণা করেন শেখ আনোয়ার প্রার্থী হচ্ছেন। তাঁদের অভিযোগ, এলাকায় দীনেন রায়কে কেউ চেনে না। দীনেনবাবু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুল বুঝিয়ে প্রার্থী হয়েছেন।

এর পরে বেশ কয়েকদিন ধরেই এলাকায় প্রচার চালাচ্ছেন আনোয়ার। এ দিন বলেন, “আমি এলাকায় প্রচারে সাড়া পাচ্ছি। এই বিধানসভা কেন্দ্রের অধীনে থাকা দীনেন রায়ের বাড়ির এলাকা মেদিনীপুরেও প্রচার করব। ওই এলাকার বহু সমর্থকের সাড়া মিলেছে।” তৃণমূল প্রার্থী দীনেন রায় অবশ্য বলেন, “যে কেউ মনোনয়ন জমা দিতে পারে। ১৯টি কেন্দ্রে আমরা জয়ী হব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE