Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ডিরেক্টর নির্বাচন, আজ শুরু মনোনয়ন

আজ, সোমবার থেকে শুরু হচ্ছে মেদিনীপুর শহরের পিপলস্ কো-অপারেটিভ ব্যাঙ্কের ডিরেক্টর নির্বাচনের মনোনয়নপর্ব। চলবে কাল, মঙ্গলবার পর্যন্ত। দু’দিনই মনোনয়নপত্র তোলা এবং জমা দেওয়া যাবে। নির্বাচন হবে আগামী ১৯ এপ্রিল। পদসংখ্যা সবমিলিয়ে ১৫। ডিরেক্টর নির্বাচনে দলের হয়ে কারা মনোনয়ন জমা দেবেন, রবিবার রাত পর্যন্ত তা চূড়ান্ত হয়নি বলে দল সূত্রে খবর।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৫ ০১:০৫
Share: Save:

আজ, সোমবার থেকে শুরু হচ্ছে মেদিনীপুর শহরের পিপলস্ কো-অপারেটিভ ব্যাঙ্কের ডিরেক্টর নির্বাচনের মনোনয়নপর্ব। চলবে কাল, মঙ্গলবার পর্যন্ত। দু’দিনই মনোনয়নপত্র তোলা এবং জমা দেওয়া যাবে। নির্বাচন হবে আগামী ১৯ এপ্রিল। পদসংখ্যা সবমিলিয়ে ১৫। ডিরেক্টর নির্বাচনে দলের হয়ে কারা মনোনয়ন জমা দেবেন, রবিবার রাত পর্যন্ত তা চূড়ান্ত হয়নি বলে দল সূত্রে খবর।

ইতিমধ্যে এ নিয়ে তৃণমূলের আভ্যন্তরীণ দ্বন্দ্বও সামনে এসেছে। গত ২২ ফেব্রুয়ারি মেদিনীপুর শহরের পিপলস্ কো- অপারেটিভ ব্যাঙ্কের পরিচালন সমিতির নির্বাচন ছিল। দীর্ঘদিন ধরে বামেদের দখলে থাকা এই সমিতির দখল নেয় তৃণমূল। মোট ৫১টি আসন ছিল। ফল হয়েছে তৃণমূলের অনুকূলে ৫০- ১। শহরের এই সমবায় ব্যাঙ্কের নির্বাচন নিয়ে অবশ্য অভিযোগের অন্ত ছিল না। বাম সহ বিরোধী দলগুলোর অভিযোগ, তৃণমূল গুন্ডা-বাহিনী এনে ভোট করিয়েছে। বহিরাগতরা ভোটগ্রহণ কেন্দ্রে ঢুকে একের পর এক বুথ দখল করে অবাধে ছাপ্পা দিয়েছে।

দল- সমর্থিত জয়ী ৫০ জনের মধ্যে কোন ১৫ জন ডিরেক্টর নির্বাচনে মনোনয়ন জমা দেবেন, তা ঠিক করতে গিয়েই হিমশিম খাচ্ছেন তৃণমূল নেতৃত্ব। দলের এক সূত্রে খবর, শনিবার রাতে দফায় দফায় বৈঠক করেন মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি। প্রয়োজনীয় আলোচনা সারেন। কোনও বৈঠকে ছিলেন শহরের বেশ কয়েকজন কাউন্সিলর। কোনও বৈঠকে ছিলেন দল- সমর্থিত জয়ী একাধিক সদস্য। তবে প্রার্থী- তালিকা চূড়ান্ত হয়নি। যে ১৫ জন ডিরেক্টর নির্বাচিত হবেন, পরবর্তী সময় তাঁদের মধ্যে থেকেই ব্যাঙ্কের চেয়ারম্যান- ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবেন। আজ, সোমবার দুপুরে এক বৈঠক হতে পারে। ওই বৈঠক থেকেই ডিরেক্টর নির্বাচনের প্রার্থী- তালিকা চূড়ান্ত হতে পারে। মেদিনীপুরের বিধায়ক মৃগেনবাবুর অবশ্য দাবি, দলের মধ্যে কোনও মতবিরোধ নেই। যা হবে আলোচনার মাধ্যমেই হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE