জেলায় করোনার দাপট বাড়ছে। বুধবার জেলার বিভিন্ন এলাকা থেকে মোট ৬০ জনের করোনায় আক্রান্তের খবর মিলেছে।
তমলুক শহর, শহিদ মাতঙ্গিনী ব্লক ও নন্দকুমার এলাকায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ায় বাসিন্দাদের উদ্বেগ বেড়েছে। শহিদ মাতঙ্গিনী ব্লক স্বাস্থ্যকেন্দ্রের এক মহিলা স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন বলে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর।
গত সোমবার রাতে ওই স্বাস্থ্যকর্মীক করোনা পজ়িটিভ রিপোর্ট আসার পরে মঙ্গলবার তাঁকে চণ্ডীপুর করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্লক স্বাস্থ্যকেন্দ্র ও সংলগ্ন চত্বর জীবাণুমুক্ত করা হয়েছে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, ‘‘ব্লক স্বাস্থ্যকেন্দ্রের এক কর্মীর করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।’’