Advertisement
০৫ মে ২০২৪

একশো দিনে গাছের পাট্টা বিলি হবে পশ্চিমে

গাছ থেকেই মিলবে আয়ের পথ। জীবন বাঁচাতে গাছের গুরুত্ব কতখানি, সেটা কারও অজানা নয়। একশো দিনের প্রকল্পে বনসৃজন নতুন নয়। তবে গাছ লাগানোর পর ক’জনই বা তার খবর রাখেন। ‘কৈশোর’-এর ধাপ পেরনোর অনেক আগেই হারিয়ে যায় অধিকাংশ চারা।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৬ ০০:১৯
Share: Save:

গাছ থেকেই মিলবে আয়ের পথ। জীবন বাঁচাতে গাছের গুরুত্ব কতখানি, সেটা কারও অজানা নয়। একশো দিনের প্রকল্পে বনসৃজন নতুন নয়। তবে গাছ লাগানোর পর ক’জনই বা তার খবর রাখেন। ‘কৈশোর’-এর ধাপ পেরনোর অনেক আগেই হারিয়ে যায় অধিকাংশ চারা। ফের বর্ষা আসতেই নতুন চারা লাগানো হয়। ফল, সেই একই।

গাছের রক্ষণাবেক্ষণে এ বার পশ্চিম মেদিনীপুর জেলায় বৃক্ষপাট্টা দেওয়া হবে। আগেও অবশ্য জেলায় কয়েকজনকে বৃক্ষপাট্টা দেওয়া হয়। চারা গাছ লাগানোর পর সেগুলোর দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছিল একশো দিন প্রকল্পের জবকার্ডধারীদের। এ বার বৃক্ষপাট্টা দেওয়া বাধ্যতামূলক হচ্ছে বলে জানান জেলা প্রশাসনের এক কর্তা। প্রতি গ্রাম পঞ্চায়েতেই বৃক্ষপাট্টা দেওয়া হবে।

জেলা প্রশাসনের এক সূত্রে খবর, প্রকল্প নিয়ে জেলাশাসক জগদীশপ্রসাদ মিনার সঙ্গে কথা বলেছেন একশো দিনের প্রকল্পে জেলার আধিকারিক মনমোহন ভট্টাচার্য। গ্রাম পঞ্চায়েতগুলোকে প্রয়োজনীয় পরামর্শও দেওয়া হয়েছে।

বৃক্ষপাট্টা দেওয়ার সিদ্ধান্ত অবশ্য এই প্রথম নয়। কেন্দ্রীয় সরকারের নির্দেশ মতো গত বছর থেকে রাজ্যে পরীক্ষামূলক ভাবে বৃক্ষপাট্টা দেওয়া শুরু হয়। বৃক্ষপাট্টার ‘পাইলট প্রজেক্টে’র কাজ হয় বর্ধমান জেলায়। জেলা প্রশাসনের এক সূত্রের দাবি, ওই প্রকল্পে সাফল্য মিলেছে। মাস দেড়েক আগে একশো দিনের প্রকল্পের অগ্রগতি দেখতে রাজ্যে এসেছিলেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। কেন্দ্রীয় প্রতিনিধিরা বর্ধমানের প্রকল্পের কাজ দেখে সন্তোষ
প্রকাশ করেন।

প্রশাসনিক সূত্রে খবর, একজন জবকার্ডধারীকে ৫০- ১০০ টি গাছ দেওয়া হতে পারে। চার জনের দলকে দেওয়া হতে পারে ২০০- ২৫০টি গাছ। সর্বোচ্চ পাঁচ বছর পাট্টার সময়সীমা থাকবে। পাট্টা প্রাপকেরা আগাছা নির্মূল, গাছে সার দেওয়া, শুখা মরসুমে গাছে জল দেওয়া-সহ রক্ষণাবেক্ষণের কাজ করবেন। গাছ রক্ষণাবেক্ষণের জন্য মজুরি মিলবে। পাশাপাশি, ফল ও কাঠের ভাগও পাট্টা প্রাপকেরা পাবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lease Hundred days work
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE