Advertisement
০২ জুন ২০২৪

তৃণমূলকে হারাতে জোট বেঁধেছে বিরোধীরা, দাবি

তৃণমূলকে হারাতে জোটবদ্ধ হয়েছে কংগ্রেস, বিজেপি ও বামেরা। রবিবার খড়্গপুরে এক সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন তৃণমূলের শহর সভাপতি দেবাশিস চৌধুরী। এ দিন দেবাশিস চৌধুরী বলেন, “শহরের ৩, ৪, ৫, ১৩, ১৭, ২২, ৩৩, ৩৫ নম্বর ওয়ার্ড-সহ বিভিন্ন ওয়ার্ডে বিজেপি, কংগ্রেস ও বামেরা একজোট হয়েছে। ভোটে তৃণমূলকে ঠেকাতেই বিরোধী দলগুলি জোটবদ্ধ হয়েছে।”

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৫ ০০:২৮
Share: Save:

তৃণমূলকে হারাতে জোটবদ্ধ হয়েছে কংগ্রেস, বিজেপি ও বামেরা। রবিবার খড়্গপুরে এক সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন তৃণমূলের শহর সভাপতি দেবাশিস চৌধুরী। এ দিন দেবাশিস চৌধুরী বলেন, “শহরের ৩, ৪, ৫, ১৩, ১৭, ২২, ৩৩, ৩৫ নম্বর ওয়ার্ড-সহ বিভিন্ন ওয়ার্ডে বিজেপি, কংগ্রেস ও বামেরা একজোট হয়েছে। ভোটে তৃণমূলকে ঠেকাতেই বিরোধী দলগুলি জোটবদ্ধ হয়েছে।” যদিও শহর তৃণমূল সভাপতির এই মন্তব্য এ দিন বিতর্কের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে রেলশহরের বিদায়ী পুরপ্রধান তথা কংগ্রেস প্রার্থী রবিশঙ্কর পাণ্ডের প্রতিক্রিয়া, “যে আটটি ওয়ার্ডের কথা বলা হয়েছে তার মধ্যে ১৭ নম্বর ওয়ার্ডে দেবাশিস চৌধুরী নিজের হার সম্পর্কে নিশ্চিত। আর বাকি ওয়ার্ডগুলির মধ্যে ৩৩ ও ৩৫ নম্বর ওয়ার্ডে দেবাশিসবাবুরা তৃণমূল প্রার্থীকে হারাতে গোঁজ প্রার্থী দিয়েছেন। তাই আগে থেকে এ সব অভিযোগ সাজাতে চাইছেন।” উল্লেখ্য, খড়্গপুরের প্রাক্তন পুরপ্রধান জহরলাল পাল ও দলের শহর সভাপতি দেবাশিস চৌধুরীর বিবাদ দীর্ঘদিনের। প্রার্থী বাছাইয়ের সময় এই দুই গোষ্ঠীর কোন্দল মেটাতে রীতি মতো বেগ পেতে হয় দলের জেলা নেতৃত্বকে। এ বার ৩৫ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী হয়েছেন ওই ওয়ার্ডেরই বিদায়ী কাউন্সিলর জহরলালবাবু। আর ৩৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী জহরলালবাবুর ঘনিষ্ঠ বলে এলাকায় পরিচিত পিঙ্কা দেবনাথের স্ত্রী কবিতা দেবনাথ। রাজনৈতিক পর্য়বেক্ষকদের একাংশের মতে, ভোটের আগে রবিশঙ্করবাবু এই বক্তব্যের মধ্য দিয়ে কৌশলে তৃণমূলের গোষ্ঠী কোন্দলকেই আরও একবার উস্কে দিতে চাইলেন। ভোটের আগে বিরোধীদের জোট প্রসঙ্গে সিপিএমের জোনাল সম্পাদক অনিতবরণ মণ্ডল বলেন, “হার নিশ্চিত জেনে তৃণমূল এ সব ভিত্তিহীন অভিযোগ সামনে আনছে। কারণ, এই শহর জানে আমাদের লড়াই তৃণমূল, কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে।” অন্য দিকে, বিজেপির জেলা সভাপতি তুষার মুখোপাধ্যায়ের কথায়, “নির্দিষ্ট ওই ৮টি ওয়ার্ড নয়, ৩৫টি ওয়ার্ডেই আমাদের বিজেপি প্রার্থীকে জেতাতে মানুষ একজোট হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE