Advertisement
০৪ মে ২০২৪

দেবের সাংসদ তহবিলের টাকায় পার্ক পাবে ঘাটাল

ভোটের প্রচারে টলিউড তারকা তথা এলাকার সাংসদ দেবকে কাছে পেয়ে শহরে একটি যাত্রী প্রতীক্ষালয়, শিশুদের জন্য পার্ক ও শহর পরিচ্ছন্ন রাখার দাবি জানিয়েছিলেন ঘাটালের বাসিন্দারা। এ বার সেই দাবি পূরণের উদ্যোগ নিলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা দেব।

নিজস্ব সংবাদদাতা
ঘাটাল শেষ আপডেট: ২৬ জুন ২০১৬ ০৬:৪২
Share: Save:

ভোটের প্রচারে টলিউড তারকা তথা এলাকার সাংসদ দেবকে কাছে পেয়ে শহরে একটি যাত্রী প্রতীক্ষালয়, শিশুদের জন্য পার্ক ও শহর পরিচ্ছন্ন রাখার দাবি জানিয়েছিলেন ঘাটালের বাসিন্দারা। এ বার সেই দাবি পূরণের উদ্যোগ নিলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা দেব। এলাকার উন্নয়ন তহবিলের টাকায় ঘাটাল শহরে শিশু উদ্যান থেকে শীততাপ নিয়ন্ত্রিত যাত্রী প্রতীক্ষালয়-সহ একগুচ্ছ প্রকল্পের জন্য টাকা বরাদ্দ করলেন সাংসদ। ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই বলেন, “সাংসদ নিজে উদ্যোগী হয়ে ঘাটাল শহরের বাসিন্দাদের দাবি মেনে নানা প্রকল্পের জন্য টাকা অনুমোদনের ব্যবস্থা করেছেন। এছাড়াও গত আর্থিক বছরে অনুমোদন হওয়া প্রকল্পের কাজ কেমন চলছে-তা দেখার জন্য পরিদর্শক দলও এসেছে।’’

ঘাটাল শহরে পুরসভার নিজস্ব কোনও পার্ক বা শিশু উদ্যান নেই। ক্ষুব্ধ বাসিন্দারা সরাসরি এই বিষয়ে সাংসদের কাছে নালিশও জানান। শহরে পার্ক নেই শুনেই দেবও ঘাবড়ে গিয়েছিলেন। দাবিপূরণের আশ্বাসও দিয়েছিলেন তিনি। তারপরই এই ব্যবস্থা। জানা গিয়েছে, সব কিছু ঠিকঠাক থাকলে বর্ষার পরই শহরের ১৭ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লিতে সরকারি খাস জমিতে শিশু উদ্যানের কাজ শুরু হবে। এর জন্য ৫০ লক্ষ টাকা অনুমোদনও হয়েছে। এছাড়াও শহরের ১৬ নম্বর ওয়ার্ডে ঘাটাল কলেজের মূল গেটের কাছাকাছি একটি শীততাপ নিয়ন্ত্রীত যাত্রী প্রতীক্ষালয়ও হবে। সাংসদের সহকারী প্রতিনিধি তথা ঘাটাল পঞ্চায়েত সমিতির শিক্ষা কমার্ধ্যক্ষ বিকাশ কর বলেন, “এই দু’টি ছাড়াও শহরের নোংরা-আবর্জনা ফেলার জন্য একটি ডাম্পার, পরিশ্রুত পানীয় জলবহনকারী (৩০০০ লিটার) গাড়ি কেনার টাকাও বরাদ্দ হয়েছে।”

ঝড়ে বিদ্যুতের তারে গাছের ডাল পড়ে যাওয়ায় লোডশেডিং হয়েই থাকে। যাতে প্রয়োজন হলে সহজেই গাছের ডালপালা ছাঁটা যায়-তার জন্য একটি গাছ কাটার আধুনিক মেশিনও পাচ্ছে ঘাটাল। ২৪ লক্ষ ব্যায়ে ওই গাড়িটি দেখভাল করবে পুরসভা। গত লোকসভা ভোটে প্রথম প্রচারে ঘাটালে এসেই দেব বলেছিলেন, “আমি সাংসদ হতে পারলে সাধ্যমতো এলাকার উন্নয়ন করার চেষ্টা করব। কিছু করতে না পারলেও বিপদে অন্তত আমাকে কাছে পাবেন।” সাংসদ হওয়ার পর গত বন্যায় দু’দুবার ঘাটালে এসে প্লাবিত বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। এ বার প্রতিশ্রুতি পালনের উদ্যোগ দেখে খুশি ঘাটালের বাসিন্দারাও।‌

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

park MP fund
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE