নেই কোনও যাত্রী প্রতীক্ষালয়ও। থানা ও বাজার এলাকায় দু’টি শৌচাগার আছে। কিন্তু তা চালু হয়নি। এলাকাবাসীর অভিযোগ, যত্রতত্র বাস, ট্রেকারগুলি দাঁড়িয়ে থাকায় যানজট হয়। সমস্যায় পড়েন পথচারী ও স্থানীয় বাসিন্দারা।
মসজিদ পাড়ার বাসিন্দা পেশায় শিক্ষক শান্তনু শীট বলেন, “এই সমস্যা মেটাতে হলে বিকল্প জায়গায় সব্জি ও মাছ-মাংসের বাজার করা প্রয়োজন। সেই সঙ্গে দরকার স্থায়ী ট্রেকার ও বাস স্ট্যান্ড। না হলে আগামী দিনে সমস্যাটা আরও বাড়বে।”
বেলপাহাড়ির খাসতালুকে রয়েছে ৮টি পাড়া। মুড়ানশোল, দুলকি, ভুঁইয়াপাড়া, গণ্ডাপাল, ডাইনমারি, বাসা পাড়া, মসজিদ পাড়া ও বেলপাহাড়িতে সব মিলিয়ে প্রায় তিন হাজার পরিবারের বসবাস। জনসংখ্যা প্রায় দশ হাজার।
বাজার সংলগ্ন পিচ রাস্তায় কোনও নিকাশির ব্যবস্থা নেই। সামান্য বৃষ্টি হলেই রাস্তার বিভিন্ন জায়গায় থই থই জল জমে যায়। আবার বাসা পাড়া যাওয়ার রাস্তায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পাশে পূর্ব-পশ্চিম দিক বরাবর বড় নিকাশি নালাটি জঞ্জালে অবরুদ্ধ। বর্ষায় অবস্থা আরও সঙ্গীন হয়ে ওঠে।
বেলপাহাড়ির পাড়াগুলির সামান্য কিছু রাস্তা কংক্রিটের হলেও অধিকাংশ রাস্তা এখনও মোরামের। জঞ্জাল পরিষ্কারের কোনও ব্যবস্থা না থাকায় বেলপাহাড়ির সৌন্দর্যহানি ঘটছে বলেও অভিযোগ। বাজার এলাকা ও লোকালয়ে জঞ্জাল ফেলার নির্দিষ্ট কোনও জায়গা নেই। গ্রীষ্মে পানীয় জলের সমস্যা প্রকট হয়ে ওঠে। এলাকার পাড়ার ভিতরের রাস্তাগুলিতে পথবাতির ব্যবস্থাও নেই। পথবাতি না থাকায় সন্ধ্যের পরে হাসপাতাল মোড় এলাকায় অসামাজিক কাজকর্ম হয়
বলে অভিযোগ।
গণ্ডাপালের প্রবীণ বাসিন্দা দেবব্রত ভট্টাচার্যের বক্তব্য, “রাস্তায় পথবাতি নেই। রাতের বেলা প্রাণ হাতে করে রাস্তাঘাটে হাঁটাচলা করতে হয়।’’ বাসা পাড়ার বাসিন্দা পেশায় স্বাস্থ্যকর্মী স্মৃতিকণা বন্দ্যোপাধ্যায় বলেন, “রাস্তার ধারে জনস্বাস্থ্য কারিগরি দফতরের কল থেকে অনিয়মিত একবেলা পানীয় জল পাওয়া যায়। তা আবার
পর্যাপ্তও নয়।’’
বেলপাহাড়ি পঞ্চায়েত সমিতির বিরোধী কংগ্রেস সদস্য সুব্রত ভট্টাচার্য বলেন, বেলপাহাড়ি ব্লক-সদরের জন্য সুষ্ঠু পরিকল্পনা প্রয়োজন। কিন্তু নাগরিক সমস্যা মেটানোর কোনও উদ্যোগই দেখাচ্ছে না শাসক দল। যার ফলে, এই মফস্সল শহরের নাগরিকদের জীবন দিনে দিনে অতিষ্ঠ হয়ে উঠছে।”
বেলপাহাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি বংশীবদন মাহাতো বলেন, “বাসিন্দাদের দাবিগুলির ব্যাপারে আমরা ওয়াকিবহাল। বাস স্ট্যান্ড তৈরির জন্য জায়গা দেখা চলছে। থানা ও বাজার এলাকায় সদ্য তৈরি হওয়া দু’টি শৌচাগার শীঘ্রই চালু করা হবে। নিকাশি-সহ বিভিন্ন পরিষেবার উন্নতির জন্য আমরা সাধ্যমতো
চেষ্টা করছি।”
ছবি: দেবরাজ ঘোষ।