Advertisement
১৭ মে ২০২৪

বিধায়কের বাড়িতে হামলা, গ্রেফতার ২

প্রথম হামলাটা হয় রবিবার সন্ধেয়। রাত সাড়ে ৮টা নাগাদ দুর্গাচক থানায় হামলাকারীর নাম দিয়ে অভিযোগও জানিয়ে আসেন হলদিয়ার সিপিএম বিধায়ক তাপসী মণ্ডল। গভীর রাতে ফের হামলা হল তাপসীদেবীর বাড়িতে।

নিজস্ব সংবাদদাতা
হলদিয়া ও তমলুক শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৭ ০০:৫৪
Share: Save:

প্রথম হামলাটা হয় রবিবার সন্ধেয়। রাত সাড়ে ৮টা নাগাদ দুর্গাচক থানায় হামলাকারীর নাম দিয়ে অভিযোগও জানিয়ে আসেন হলদিয়ার সিপিএম বিধায়ক তাপসী মণ্ডল। গভীর রাতে ফের হামলা হল তাপসীদেবীর বাড়িতে। পৌনে তিনটে নাগাদ বাড়িতে ঢ়ুকে গাড়ি ভাঙচুর করে গেল দুষ্কৃতীরা।

কুমারচকে বাড়ি তাপসীদেবীর। গত বছর হলদিয়া বিধানসভায় জেতার পরে এই বাড়িতেই হামলা চলে, হয় বোমাবাজিও। তখন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে আঙুল তুলেছিলেন সিপিএম বিধায়ক। রবিবারের ঘটনায় যার দিকে অভিযোগ, সেই শেখ মইদুল মল্লিকও তৃণমূলের ছত্রচ্ছায়ায় রয়েছে বলে তাপসীদেবীর দাবি। সোমবার বিকেলে মইদুল ও তার এক সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাদের আদালতে তোলা হবে।

রবিবার দক্ষিণ কাঁথিতে উপ-নির্বাচন ছিল। তাপসীদেবী জানান, ওই দিন সন্ধে ৬টা নাগাদ মইদুল ও তার দলবল বাইক চেপে এসে পাঁচিল টপকে বাড়ির ভিতরে ঢুকে জানলার কাচ ভাঙে। দুষ্কৃতীরা শূন্যে গুলি ছোড়ে এবং তাপসীদেবীর স্বামী ও ছেলেকে অপহরণের হুমকি দেয় বলেও অভিযোগ। মইদুলের বিরুদ্ধে দুর্গাচক থানায় অভিযোগ জানান তাপসীদেবী। পুলিশ তাঁর বাড়িতে এসে নিরাপত্তার আশ্বাসও দিয়ে যায়। তারপর গভীর রাতে ফের হামলা চলে।

সামনেই হলদিয়ায় পুরভোট। সেই অঙ্ক মাথায় রেখে তৃণমূল এখন থেকেই বিরোধীদের উপর চড়াও হচ্ছে বলে মত সিপিএমের। দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, ‘‘তৃণমূল রাজ্য জুড়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছে। প্রতিবাদই একমাত্র পথ।’’ তৃণমূল অবশ্য ঘটনায় দলীয় যোগ মানতে নারাজ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Miscreant Arrest CPM Haldia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE