Advertisement
E-Paper

আসছেন মমতা, দিঘায় বৈঠকে পুলিশ

জেলা প্রশাসন সূত্রে খবর, মেদিনীপুর থেকে আজ, মঙ্গলবার দিঘায় আসার কথা মুখ্যমন্ত্রীর। হেলিকপ্টারে তিনি নিউ দিঘায় পৌঁছবেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৮ ০২:২০
আসবেন মুখ্যমন্ত্রী। সাজছে দিঘা। ওল্ড দিঘায় সোমবার। নিজস্ব চিত্র

আসবেন মুখ্যমন্ত্রী। সাজছে দিঘা। ওল্ড দিঘায় সোমবার। নিজস্ব চিত্র

কয়েক মাস আগেই প্রশাসনিক সভা করতে আসার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাতে বাদ সেধেছিল খারাপ আবহাওয়া। এবার দিঘায় সেই বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সফরের নিরাপত্তা নিয়ে সোমবার দিঘায় জেলা পুলিশ আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন মেদিনীপুর রেঞ্জের ডিআইজি দেবপ্রসাদ সিংহ।

জেলা প্রশাসন সূত্রে খবর, মেদিনীপুর থেকে আজ, মঙ্গলবার দিঘায় আসার কথা মুখ্যমন্ত্রীর। হেলিকপ্টারে তিনি নিউ দিঘায় পৌঁছবেন। ওল্ড দিঘার যে ভবনে মুখ্যমন্ত্রী থাকবেন, হেলিপ্যাড থেকে তিনি সেখানে কী ভাবে আসবেন, সেই সময় কে, কী দায়িত্ব থাকবেন বৈঠকে তা ভিডিও গ্রাফিক্সের মাধ্যমে পুলিশ আধিকারিকদের বোঝানো হয়।

এর আগে ২০১৭ সালের জুলাইয়ে দিঘায় এসেছিলেন মুখ্যমন্ত্রী। সেবার উদয়পুর সৈকতের কাছে গিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রী সৈকত সরণি ধরে হাঁটতে ভালোবাসেন। তা মাথায় রেখে ওল্ড দিঘা থেকে নিউ দিঘা সৈকত এলাকা পরিষ্কার করা হয়েছে। বাড়ানো হচ্ছে সমুদ্র উপকূলের নিরাপত্তা। শিবালয় রোড-সহ দিঘার বেশ কিছু জায়গার রাস্তা মেরামত করা হয়েছে। এছাড়া, মুখ্যমন্ত্রীর সফর চলাকালীন দিঘাকে যানজট মুক্ত রাখার উপর জোর দিচ্ছে পুলিশ। পাশাপাশি, বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে কড়া নজরদারি চলবে বলে পুলিশ সূত্রের খবর।

জেলা প্রশাসন সূত্রের খবর, আগামীকাল দিঘা থেকে মুখ্যমন্ত্রীর বাজকুলে জনসভা করার কথা রয়েছে। ওই সভাতেও হেলিকপ্টারে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। তাই বাজকুল কলেজ ময়দানের পাশে হেলিপ্যাড বানানো হয়েছে। চলেছে হেলিকপ্টার অবতরণের মহড়া। কোনও কারণে মুখ্যমন্ত্রীকে সড়ক পথে বাজকুলের সভায় যেতে হলে যাতে অসুবিধা না হয়, তার জন্য বিকল্প ব্যবস্থাও রাখা হচ্ছে বলে খবর।

বাজকুলের সভা থেকে বেশ কিছু প্রকল্পের শিলান্যাস এবং একগুচ্ছ প্রকল্পের সুবিধা উপভোক্তাদের হাতে তুলে দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। সভা শেষে ফের দিঘায় ফেরার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। জেলা প্রশাসন সূত্রে খবর, ৬ ডিসেম্বর দিঘায় প্রশাসনিক বৈঠক করার পরিকল্পনা রয়েছে মুখ্যমন্ত্রীর। ৭ ডিসেম্বর দুপুরে দিঘা থেকে কলকাতা ফেরার কথা মুখ্যমন্ত্রীর।

জেলা প্রশাসন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী এই সফরে নিউ দিঘায় দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের নতুন প্রশাসনিক ভবনের উদ্বোধন করবেন। এছাড়াও, হেলিপ্যাডের কাছে বাস টার্মিনাসের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।

Administrative Meeting Mamata Banerjee Digha Police Security
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy