Advertisement
১৮ মে ২০২৪

অবশেষে পুলিশের জালে গুলি-কাণ্ডে অভিযুক্ত কায়ুম

অবশেষে পুলিশের জালে কায়ুম মল্লিক। বাড়িতে বেআইনি বন্দুক রাখার অভিযোগে যাকে গত এক সপ্তাহ ধরে খুঁজছে হলদিয়ার ভবানীপুর থানার পুলিশ। জানা গিয়েছে, সল্টলেক এলাকা থেকে কায়ুমকে গ্রেফতার করা হয়েছে। তিনি ওই এলাকায় গা ঢাকা দিয়ে ছিলেন।

নিজস্ব সংবাদদাতা
হলদিয়া শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০১৭ ০০:৪০
Share: Save:

অবশেষে পুলিশের জালে কায়ুম মল্লিক। বাড়িতে বেআইনি বন্দুক রাখার অভিযোগে যাকে গত এক সপ্তাহ ধরে খুঁজছে হলদিয়ার ভবানীপুর থানার পুলিশ। জানা গিয়েছে, সল্টলেক এলাকা থেকে কায়ুমকে গ্রেফতার করা হয়েছে। তিনি ওই এলাকায় গা ঢাকা দিয়ে ছিলেন। মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ধরেই শনিবার বিকেলে তাঁর হদিশ পায় পুলিশ। আজ, রবিবার তাঁকে হলদিয়া আদালতে তোলা হবে। তবে বেআইনি বন্দুকটি এখনও উদ্ধার করা যায়নি।

পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, “কলকাতার বেসরকারি নার্সিংহোমের কাছাকাছি এলাকা থেকে কায়ুম মল্লিককে গ্রেফতার করা হয়েছে। কয়েকদিন ধরেই পুলিশ কায়ুমের সন্ধান চালাচ্ছিল। শনিবার তাঁকে ধরা হয়েছে।’’

গত ২১ জানুয়ারি রাতে বিছানার গদির নিচে লুকিয়ে রাখা বন্দুক নিয়ে খেলতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিল বছর পনেরোর কাশ্মীরা খাতুন। পুলিশের কাছে জবানবন্দিতে সে স্পষ্ট জানিয়েছিল, বাবার লুকিয়ে রাখা বন্দুকের প্রতি তার আগ্রহ ছিল। তাই বাবা যখন বাড়ি ছিলেন না, তখনই বন্দুকটা নিয়ে খেলতে গিয়েই বিপত্তি। ঘটনার পরই নিখোঁজ হয়ে যান কাশ্মীরার বাবা কায়ুম মল্লিক। এলাকায় তৃণমূলে নেতা হিসেবে পরিচিত কায়ুমের অবৈধ অস্ত্র নিয়ে স্থানীয়দের থেকেই জানতে পেরেছিল পুলিশ। তারপরই শুরু হয় খোঁজ।

সমাধানের পথে। সেন্ট জেভিয়ার্স স্কুলকে হলদিয়ায় রাখতে সব রকম চেষ্টা করা হবে-এমনই জানাল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন হলদিয়া রিয়াইনারি শাখা এবং হলদিয়া বন্দর কর্তৃপক্ষ। হলদিয়া বন্দরের জেনারেল ম্যানেজার (প্রশাসন) অমল দত্ত বলেন, ‘‘সেন্ট জেভিয়ার্স স্কুল নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে তা মিটিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে। শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং পড়ুয়াদের কথা মাথায় রেখেই এমন ভাবনা। আগামী মাসে প্রত্রিপাক্ষিক বৈঠক করে সমস্যার সমাধান করা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Firing Police Arrest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE