দিল্লির রাজপথে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে এ বারও দেখা যাবে না বাংলার ট্যাবলো। তা নিয়ে বিতর্কের আবহেই পশ্চিম মেদিনীপুরের পিংলার পটশিল্পীদের আঁকা পটচিত্র পৌঁছে গেল দিল্লিতে, যা শোভা পাবে দিল্লির রাজপথে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে। ওই পটের বিষয়বস্তু, দেশের স্বাধীনতা আন্দোলনে বীর বিপ্লবীদের শৌর্য।
মোট ৩২ জন শিল্পী সাত দিন ধরে ৩০০ ফুট লম্বা এবং ছয় ফুট চওড়া পটচিত্রে ফুটিয়ে তুলেছেন দেশের স্বাধীনতা আন্দোলনের নানা সময় এবং চরিত্রের কথা। তিতুমীরের বাঁশের কেল্লা, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবৃত্তান্ত, বিপ্লবী ক্ষুদিরাম বসুর ফাঁসি, স্বাধীনতা আন্দোলনে মাতঙ্গিনী হাজরার ভূমিকা-সহ নানা বিষয়বস্তু ফুটিয়ে তোলা হয়েছে পটচিত্রে। এই বিরাট কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়েছেন পিংলার বিখ্যাত পটশিল্পী বাহাদুর চিত্রকর। এমন সুযোগ পেয়ে খুশি পিংলার নয়া এলাকার পটুয়ারা।
এ নিয়ে খুশির হাওয়া পটুয়া পাড়ায়। বাহাদুর বলে দিলেন, ‘‘আমাদের আঁকা পট প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ঠাঁই পাচ্ছে। আমাদের কাছে এর চেয়ে আনন্দের আর কী আছে। আমরা ভীষণ খুশি।’’