Advertisement
০৫ মে ২০২৪
Durga Puja 2023

পুজোর আগে অগ্নিমূল্য আনাজ

পূর্ব মেদিনীপুর জেলা উদ্যানপালন দফতর সূত্রের খবর, চলতি মাসের নিম্নচাপের জেরে জেলায় মোট ৩৩০ হেক্টর জমিতে আনাজ চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

নন্দকুমারে আনাজ বাজার।

নন্দকুমারে আনাজ বাজার। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
পাঁশকুড়া শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৩ ০৫:৫২
Share: Save:

মাঝে কিছুটা দাম কমেছিল। কিন্তু পুজোর মুখে আনাজের বাজার ফের অগ্নিমূল্য। চলতি মাসের একেবারে প্রথম দিকে নিম্নচাপের বৃষ্টিতে জেলায় আনাজ চাষে বড়সড় কোনও ক্ষতি হয়নি বলে জানিয়েছে কৃষি দফতর। তা হলে কেন এই মূল্যবৃদ্ধি তা দেখতে বিভিন্ন মহল থেকে টাস্কফোর্স গড়ে নজরদারির দাবি জানানো হয়েছে।

পূর্ব মেদিনীপুর জেলা উদ্যানপালন দফতর সূত্রের খবর, চলতি মাসের নিম্নচাপের জেরে জেলায় মোট ৩৩০ হেক্টর জমিতে আনাজ চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আনাজে উল্লেখযোগ্য ক্ষতি না হলেও পুজোর মুখে আনাজের দাম বেড়ে চলেছে। ক্রেতাদের একাংশের দাবি, নিম্নচাপের অজুহাতে পুজোর মুখে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী আনাজের কৃত্রিম সঙ্কট তৈরি করেছে। পুজোর আগে বাড়তি মুনাফা লোটাই তাদের উদ্দেশ্য।

কারণ, পুজোয় প্রায় প্রত্যেক বাড়িতেই ভালমন্দ রান্না হয়। বাজার ভাল হয়। তার উপর বিভিন্ন জায়গায় একত্র পাত পেতে খাওয়ার ব্যাপার থাকে। বাজার চাঙ্গা থাকে। এই সময় দাম বেশি থাকলেও মানুষ বাধ্য হয়ে কিনবে। আনাজের কালোবাজারি রুখতে জেলায় টাস্কফোর্স রয়েছে।কিন্তু পুজোর মুখে বাজারে কোথাও টাস্কফোর্সের দেখা মেলেনি বলে অভিযোগ। অবিলম্বে টাস্কফোর্সের নজরদারি দাবি তুলে পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে চিঠি দিয়েছে কৃষক সংগ্রাম পরিষদের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক। যদিও এ ব্যাপারে জেলার প্রশাসনের এক আধিকারিক বলেন, ‘‘আনাজের মূল্যবৃদ্ধির বিষয়টি নজরে রয়েছে। কোথাও কোনও অনিয়ম হলে পদক্ষেপ করা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

price of vegetables
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE