ক্রিকেট খেলাকে কেন্দ্র করে অশান্তি বাধল রামনগর ২ ব্লকের মৈতনায়। শনিবার রাতের ওই ঘটনায় আক্রান্ত হন মৈতনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তমালতরু দাস মহাপাত্র। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। বেশ কয়েকটি গাড়িতেও ভাঙচুর চলে। রবিবার সকালে আবার পুলিশের টহলদারি গাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। তাদের ছোড়া ইটের ঘায়ে জখম হন তিন পুলিশকর্মী। পরিস্থিত সামাতে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। ৭ জনকে আটকও করেছে পুলিশ। কাঁথির অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) জাফর আজমল কিদোয়াই বলেন, “পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এলাকায় পুলিশি টহল চলছে।”
বাসন্তী পুজো উপলক্ষে রামনগর ২ ব্লকের মৈতনায় শনিবার দিন-রাতের ক্রিকেটের আসর বসেছিল। সেখানেই কিছু মদ্যপ যুবক অশান্তি বাধায় বলে অভিযোগ। থামাতে গেলে তমালতরুবাবুকে এক প্রস্থ মারধর করা হয়। তারপর রাত একটা নাগাদ উপপ্রধান বাড়ি ফেরার সময় ফের ওই মদ্যপ যুবকরা তাঁর উপরে হামলা চালায়। রামনগর থানার পুলিশ এসে তমালবাবুকে উদ্ধার করে বড়রাঙ্কুয়া হাসপাতালে ভর্তি করে। পরে তাঁকে স্থানান্তরিত করা হয় কাঁথি মহকুমা হাসপাতালে। মারধরে তমালতরুবাবুর নাকের হাড় ভেঙেছে। বাঁ চোখ ও মাথাতেও চোট পেয়েছেন তিনি। রবিবার দুপুরে তাঁকে দেখতে যান দক্ষিণ কাঁথির বিধায়ক দিব্যেন্দু অধিকারী। নিজস্ব চিত্র।
কমিটি গঠন। ভারত নির্মাণ পার্টির মহিষাদল ব্লক কমিটি গঠিত হল রবিবার। দলের ব্লক কমিটির সভাপতি হয়েছেন শরৎ কুইলা ও সাধারণ সম্পাদক হয়েছেন তপন বন্দোপাধ্যায়। রবীন্দ্র পাঠাগারে দলের মহিষাদল ব্লক কমিটির সম্মেলনের উদ্বোধন করেন পার্টির রাজ্য সভাপতি লক্ষণ শেঠ।