Advertisement
২০ মে ২০২৪
মাধ্যমিকের তারা

প্রথম দশে থাকবে ভেবেছিল সৌম্যদীপ

ভোরে খড়্গপুর আইআইটির এক শিক্ষকের কাছে পড়তে গিয়েছিল সৌম্যদীপ পড়্যা। পৌনে দশটা নাগাদ বাড়ি ফিরে দেখল, দরজার সামনে দাঁড়িয়ে মা ও স্কুলের এক শিক্ষিকা। হাতে এক হাঁড়ি মিষ্টি। পরিজন থেকে প্রতিবেশী সকলেই ততক্ষণে জেনে গিয়েছেন মাধ্যমিকের অষ্টম হয়েছে সৌম্যদীপ।

স্কুলে সৌম্যদীপ পড়্যা

স্কুলে সৌম্যদীপ পড়্যা

শেষ আপডেট: ১১ মে ২০১৬ ০০:৫৩
Share: Save:

ভোরে খড়্গপুর আইআইটির এক শিক্ষকের কাছে পড়তে গিয়েছিল সৌম্যদীপ পড়্যা। পৌনে দশটা নাগাদ বাড়ি ফিরে দেখল, দরজার সামনে দাঁড়িয়ে মা ও স্কুলের এক শিক্ষিকা। হাতে এক হাঁড়ি মিষ্টি। পরিজন থেকে প্রতিবেশী সকলেই ততক্ষণে জেনে গিয়েছেন মাধ্যমিকের অষ্টম হয়েছে সৌম্যদীপ।

বেলদা গঙ্গাধর আকাডেমীর ছাত্র সৌম্যদীপ নবোদয়পল্লির বাসিন্দা। মঙ্গলবার মধ্যশিক্ষা পর্ষদের প্রকাশিত মেধা তালিকা অনুযায়ী সৌম্যদীপ রাজ্যে অষ্টম স্থান পেয়েছে। তাঁর প্রাপ্ত নম্বর ৬৭৬। সে বাংলায় ৯৬, ইংরেজিতে ৯৫, অঙ্কে ৯৫, ভৌতবিজ্ঞানে ১০০, জীবনবিজ্ঞানে ৯৯, ইতিহাসে ৯৩ ও ভুগোলে ৯৮ নম্বর পেয়েছে। স্কুলের প্রধান শিক্ষক ননীগোপাল শিট বলছিলেন, “সৌম্যদীপ আমাদের স্কুলের গর্ব। বরাবর ভাল পড়াশোনা করে। ওর আরও ফল হবে বলে আশা করেছিলাম।’’

ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে সৌম্যদীপের। তাঁর কথায়, ‘‘পরীক্ষার পরে আশা ছিল প্রথম দশের তালিকায় থাকব। তবে এতটাও আশা করিনি। খুব ভাল লাগছে।’’ সৌম্যদীপের বাবা গৌতম পড়্যা পুলিশ কর্মী। গৌতমবাবু বলছিলেন, “আমাদের কনস্টেবলের যা বেতন তাতে কী ভাবে ছেলেকে আইআইটিতে পড়াব তা নিয়ে চিন্তা রয়েছে। তবে ছেলের যখন ইচ্ছে রয়েছে তখন যে ভাবেই হোক পড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Madhyamik
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE