সবমিলিয়ে ২ কোটি ৫১ লক্ষ টাকার সামগ্রী বিক্রি হয়েছে সৃষ্টিশ্রী মেলায়।প্রশাসনের দাবি, মেলায় এসেছেন সবমিলিয়ে প্রায় ৪৩ হাজার মানুষ।
গত ১২ জানুয়ারি থেকে শহর মেদিনীপুরে শুরু হয়েছিল সৃষ্টিশ্রী মেলা। এই আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলার এ বার ছিল প্রথম বর্ষ। বেশ কয়েকটি জেলার বেশ কিছু সংখ্যক স্বনির্ভর গোষ্ঠী তাদের উৎপাদিত পসরা নিয়ে মেলায় অংশগ্রহণ করেছিল। মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট স্কুল মাঠ এই মেলা হয়েছে। ১২ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত চলেছে। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, "মেদিনীপুরে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর হস্তশিল্পের আঞ্চলিক স্তরের এই মেলা। প্রায় আড়াই কোটি টাকার সামগ্রী বিক্রি হয়েছে মেলা থেকে।"
মেলার ক’দিন রোজ সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)