Advertisement
০৭ মে ২০২৪
Sristishree Fair

সৃষ্টিশ্রী মেলায় বিক্রি‌ আড়াই কোটির

গত ১২ জানুয়ারি থেকে শহর মেদিনীপুরে শুরু হয়েছিল সৃষ্টিশ্রী মেলা। এই আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলার এ বার ছিল প্রথম বর্ষ।

ছবি সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৪ ০৯:০১
Share: Save:

সবমিলিয়ে ২ কোটি ৫১ লক্ষ টাকার সামগ্রী বিক্রি হয়েছে সৃষ্টিশ্রী মেলায়।প্রশাসনের দাবি, মেলায় এসেছেন সবমিলিয়ে প্রায় ৪৩ হাজার মানুষ।

গত ১২ জানুয়ারি থেকে শহর মেদিনীপুরে শুরু হয়েছিল সৃষ্টিশ্রী মেলা। এই আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলার এ বার ছিল প্রথম বর্ষ। বেশ কয়েকটি জেলার বেশ কিছু সংখ্যক স্বনির্ভর গোষ্ঠী তাদের উৎপাদিত পসরা নিয়ে মেলায় অংশগ্রহণ করেছিল। মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট স্কুল মাঠ এই মেলা হয়েছে। ১২ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত চলেছে। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, "মেদিনীপুরে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর হস্তশিল্পের আঞ্চলিক স্তরের এই মেলা। প্রায় আড়াই কোটি টাকার সামগ্রী বিক্রি হয়েছে মেলা থেকে।"‌

মেলার ক’দিন রোজ সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

midnapore
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE