Advertisement
২৫ এপ্রিল ২০২৪
TMC

শিক্ষা প্রতিষ্ঠানেও কাটছাঁট, আসতে মানা পড়ুয়াদের

করোনা কালে পশ্চিম মেদিনীপুর জেলার স্কুল-কলেজ গুলিতে অনাড়ম্বরভাবেই পালিত হবে এই বিশেষ দিনটি।

মেদিনীপুর শহরের পুলিশ লাইনে চলছে শেষবেলার প্রস্তুতি। ছবি: সৌমেশ্বর মণ্ডল

মেদিনীপুর শহরের পুলিশ লাইনে চলছে শেষবেলার প্রস্তুতি। ছবি: সৌমেশ্বর মণ্ডল

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২১ ০৭:২২
Share: Save:

পড়ুয়া ছাড়াই প্রজাতন্ত্র দিবস!

আজ, মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম— প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানেই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে উঠবে জাতীয় পতাকা। তবে সেখানে ছাত্রছাত্রীদের যোগদান এই বার দেখা নাও যেতে পারে।

করোনা কালে পশ্চিম মেদিনীপুর জেলার স্কুল-কলেজ গুলিতে অনাড়ম্বরভাবেই পালিত হবে এই বিশেষ দিনটি। কাটছাঁট করা হয়েছে কর্মসূচি। বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানেই মূলত শিক্ষক-শিক্ষাকর্মীদেরই আসতে বলা হয়েছে। নজর দেওয়া হচ্ছে স্বাস্থ্যবিধি মানার দিকে। মেদিনীপুর কমার্স কলেজের অধ্যক্ষ দুলালচন্দ্র দাস বলেন, "করোনা বিধি মেনেই কলেজে প্রজাতন্ত্র দিবস পালন হবে, সংক্ষিপ্ত অনুষ্ঠান রয়েছে। যাঁরা আসবেন, তাঁদের সামাজিক দূরত্ব বজায় রাখার কথা জানানো হবে। মাস্ক পড়ে থাকতে হবে।" মেদিনীপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠের (বালক) প্রধান শিক্ষক অরূপ ভুঁইয়া জানান, তাঁদের স্কুলেও প্রজাতন্ত্র দিবসের কর্মসূচি কাটছাঁট করা হয়েছে। মেদিনীপুর শহরের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ সত্যব্রত দোলই বলেন, ‘‘করোনা পরিস্থিতির জন্য ছাত্রছাত্রীদের এ বার ডাকা হয়নি। শিক্ষক শিক্ষাকর্মীরা থাকবেন। তবে যথাযথ মর্যাদায় দিনটি পালিত হবে।’’

ঘাটাল মহকুমার স্কুল-কলেজ গুলিতে ঘটা করে কোনও অনুষ্ঠান হবে না প্রজাতন্ত্র দিবসে। কোথাও কোথাও ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গড়বেতার তিনটি ব্লকেও একই ছবি দেখা যাবে। ব্যানার্জিডাঙ্গা হাইস্কুলে শুধু এনসিসি বিভাগের ছাত্রছাত্রীদের আসতে বলা হয়েছে। গড়বেতা কলেজেও এনসিসি বিভাগের ছাত্রছাত্রীরা আসবেন। অধ্যক্ষ হরিপ্রসাদ সরকার বলেন, ‘‘এনসিসি বিভাগ প্যারেড করবে। সীমিত সংখ্যক পড়ুয়া নিয়ে করোনা বিধি মেনে যথাযথ মর্যাদায় কলেজে প্রজাতন্ত্র দিবস পালিত হবে।’’

খড়্গপুর মহকুমার বেশিরভাগ স্কুল-কলেজও ভার্চুয়াল মাধ্যমে ভরসা রাখছে। খড়্গপুর কলেজের অধ্যক্ষ বিদ্যুৎ সামন্ত জানান, কিছু পড়ুয়া ও এনসিসি সদস্যদের নিয়ে প্রজাতন্ত্র দিবস পালন হবে। ভার্চুয়াল মাধ্যমে আলোচনাও থাকছে। সবং সজনীকান্ত মহাবিদ্যালয়ে কিছু সংখ্যক পড়ুয়াকে যুক্ত করার প্রস্তুতি নেওয়া হয়েছে। সেখানকার অধ্যক্ষ তপন দত্ত বলেন, ‘‘আসলে পড়ুয়া ছাড়া প্রতিষ্ঠানের প্রাণ খুঁজে পাওয়া যায় না। তাই কয়েকজন পড়ুয়াকে নিয়েই দিনটি পালন করা হবে। বাকি পড়ুয়াদের ভার্চুয়াল মাধ্যমে যুক্ত করতে চাইছি।’’

ঝাড়গ্রাম জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও নিয়মরক্ষার প্রজাতন্ত্র দিবস পালন হবে মঙ্গলবার। ঝাড়গ্রাম শহরের নামি বয়েজ স্কুল কুমুদকুমারী ইন্সটিটিউটশনের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক নিরঞ্জন মান্না জানান, শিক্ষক ও শিক্ষাকর্মীদের উপস্থিতিতে করোনা বিধি মেনে প্রজাতন্ত্র দিবস পালন করা হবে। কোনও পড়ুয়া আসবে না। ঝাড়গ্রাম রাজ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবনারায়ণ রায় বলেন, ‘‘নিয়মরক্ষার উদযাপন হবে। কলেজের অধ্যাপক - অধ্যাপিকা - শিক্ষাকর্মীদের উপস্থিতিতে কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা তোলা হবে। ৬ ফুট দূরত্ব বজায় রেখে দাঁড়াবেন সবাই। জাতীয় সেবা প্রকল্পের স্বেচ্ছাসেবক কয়েকজন ছাত্রছাত্রীও যোগ দেবে।’’ দু’টি হস্টেলই বন্ধ থাকায় সেখানে এ বার প্রজাতন্ত্র দিবস উদযাপন হবে না বলেও জানান তিনি। বেলপাহাড়ি এসসি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোমনাথ দ্বিবেদীও বলেন, ‘‘এ বার কেবলমাত্র শিক্ষক -শিক্ষিকা শিক্ষাকর্মীদের উপস্থিতিতে পতাকা উত্তোলন হবে। পদযাত্রা হবে না।’’

মন খারাপ পড়ুয়াদেরও। জামবনি ব্লকের গিধনি এলোকেশী হাইস্কুলের পড়ুয়া সপ্তম শ্রেণির পড়ুয়া রিচা মণ্ডলের কথায়, ‘‘প্রজাতন্ত্র দিবসে স্কুলে কুচকাওয়াজে যোগ দেওয়ার একটা আলাদা আনন্দ রয়েছে। এবার সেটা হবে না।’’ ঝাড়গ্রাম রানি বিনোদমঞ্জরী রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের ছাত্রী সাহিত্যিকা পাল বলেন, ‘‘বন্ধু ও দিদিমণিদের সঙ্গে কতদিন দেখা হয়নি। ২৬ জানুয়ারি পদযাত্রা, কুচকাওয়াজ কত কী হয় স্কুলে। সেই বিশেষ দিনেও স্কুলে যেতে পারব না। খুব মন খারাপ লাগছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC Midnapore
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE