Advertisement
১৮ মে ২০২৪

রাস্তা মেরামতের দাবি, অবরোধ

রাস্তা মেরামতের দাবিতে পথ অবরোধ করল স্কুল ছাত্রছাত্রীরা। ঘটনাটি ঝাড়গ্রামের বৈতা চক এলাকার। সোমবার সকালে ঝাড়গ্রাম-ধেড়ুয়া রাস্তা অবরোধ করা হয়। স্কুল ছাত্রছাত্রীদের সঙ্গে অবরোধে সামিল হন স্থানীয় হাইস্কুল এবং প্রাথমিক স্কুলের শিক্ষক- শিক্ষিকা সহ এলাকার বাসিন্দারাও।

নিজস্ব সংবাদদাতা
ঝাড়গ্রাম শেষ আপডেট: ২৩ জুন ২০১৫ ০০:৩০
Share: Save:

রাস্তা মেরামতের দাবিতে পথ অবরোধ করল স্কুল ছাত্রছাত্রীরা। ঘটনাটি ঝাড়গ্রামের বৈতা চক এলাকার। সোমবার সকালে ঝাড়গ্রাম-ধেড়ুয়া রাস্তা অবরোধ করা হয়। স্কুল ছাত্রছাত্রীদের সঙ্গে অবরোধে সামিল হন স্থানীয় হাইস্কুল এবং প্রাথমিক স্কুলের শিক্ষক- শিক্ষিকা সহ এলাকার বাসিন্দারাও। অবরোধের জেরে প্রায় তিন ঘন্টা চলাচল ব্যাহত হয় রাস্তায়।

বৈতা চক থেকে বৈতা শ্রীগোপাল হাইস্কুল পর্যন্ত এক কিলোমিটার মোরাম রাস্তাটির অবস্থা বেহাল। দীর্ঘদিন ধরে খানাখন্দ তৈরি হয়ে রয়েছে। সামান্য বৃষ্টি হলে জলে জমে যায়। স্কুল ছাত্রছাত্রী সহ স্থানীয়দের চলাচল করতেও সমস্যা হয়। অভিযোগ, বেহাল রাস্তা মেরামতের দাবি প্রশাসনকে বহুবার জানানো হয়েছে। বৈতা শ্রীগোপাল হাইস্কুলের প্রধান শিক্ষক নিলাদ্রীশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “এই রাস্তার উপর দিয়ে স্কুল যেতে সকলেরই সমস্যা হয়। যত্রতত্র খানাখন্দ। ফলে, যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে। বৃষ্টির জল জমলে পরিস্থিতি আরও জটিল হয়।” অবরোধ শুরুর প্রায় দু’ঘন্টা পর ঘটনাস্থলে আসেন ডিএসপি (অপারেশন) সৌতম বন্দ্যোপাধ্যায়। ডিএসপি অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করেন। অবরোধকারীরা অবশ্য সেই অনুরোধ ফিরিয়ে দেন। পরে ঘটনাস্থলে আসেন ঝাড়গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার অজিত সিংহ যাদব। তিনি গ্রামবাসীদের রাস্তা মেরামতের আশ্বাস দিলে অবরোধ ওঠে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jhargram Road student DSP police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE