Advertisement
০৭ মে ২০২৪

ভোটের আগে তল্লাশি, উদ্ধার ২৩টি আগ্নেয়াস্ত্র

বিধানসভা নির্বাচনের সময় তল্লাশি অভিযান চালিয়ে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার, দুষ্কৃতীদের গ্রেফতার ও বেআইনি মদের কারবার বন্ধ করতে নির্দেশ রয়েছে নির্বাচন কমিশনের।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ২২ মার্চ ২০১৬ ০২:৩৫
Share: Save:

বিধানসভা নির্বাচনের সময় তল্লাশি অভিযান চালিয়ে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার, দুষ্কৃতীদের গ্রেফতার ও বেআইনি মদের কারবার বন্ধ করতে নির্দেশ রয়েছে নির্বাচন কমিশনের। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৩ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করেছে ৬০ রাউন্ড গুলি। জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ১৫ হাজার লিটার বেআইনি মদ ও মদ তৈরির সরঞ্জাম। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, ‘’জেলার সব থানা এলাকায় অভিযান চালিয়ে গত তিন মাসে মোট ২৩ টি বেআইনি আগ্নেয়াস্ত্র ও ৬০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। জেলায় তল্লাশি অভিযান চালিয়ে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা থাকা সাড়ে ৬ হাজার জনকে গ্রেফতার করা হয়েছে।’’

জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিধানসভা ভোটের প্রক্রিয়া শুরুর আগেই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে তৎপর হয়েছে জেলা প্রশাসন। জেলার বিভিন্ন এলাকার দুষ্কৃতীদের ধরতে ও বেআইনি মদের কারবার বন্ধ করতে পুলিশের তরফে প্রতিটি থানা এলাকায় তল্লাশি অভিযান শুরু করা হয়। চলতি বছরের জানুয়ারি মাসে এ ভাবেই গোপনসূত্রে খবর পেয়ে জেলার মহিষাদলের কাপাসএড়্য্যা এলাকায় অভিযান চালাতে গিয়ে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় এক পুলিশ কনস্টেবলের। ঘটনার জেরে পুলিশের এই তল্লাশি অভিযান আরও জোরদার করা হয়। জেলার প্রতিটি থানা এলাকায় তল্লাশি অভিযানের সময় মোট ২৩ টি বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। জেলায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা প্রায় না ঘটা সত্ত্বেও এতগুলি বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার হল কোথা থেক ? জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া বেআইনি আগ্নেয়াস্ত্রের বেশিরভাগই পাওয়া গিয়েছে হলদিয়া মহকুমার বিভিন্ন এলাকা থেকে। হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় দুষ্কৃতীদের কাছে বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার প্রবণতা রয়েছে। এছাড়াও জেলা জুড়ে বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে ওইসব আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

firearms election security
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE