মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরে তৎপর হল ঝাড়গ্রাম জেলা প্রশাসন।
কেমন সেই তৎপরতা? জেলা প্রশাসন সূত্রের খবর, বেআইনি খাদান বন্ধে ফের অভিযানের প্রস্তুতি শুরু হয়েছে। জেলায় ঠিক কত বেআইনি খাদান রয়েছে, সেই খোঁজও শুরু হয়েছে মঙ্গলবার থেকে। ঘটনাচক্রে এ দিনই মেদিনীপুরে গিয়ে বৈঠক করেছেন রাজ্যের অতিরিক্ত ভূমিলেখ্য ও জরিপ অধিকর্তা অজয় সন্যামত।
সোমবার ঝাড়গ্রামের প্রশাসনিক বৈঠকে জেলার বেআইনি খাদানের প্রসঙ্গ নিজেই তুলেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বৈঠক কার্যত শুরুই করেন ঝাড়গ্রামে বেআইনি বালি ও পাথর খাদান চলছে কি না, তা জানতে চেয়ে। তাঁর প্রশ্নের জবাব দিতে শুরু করেছিলেন জেলাশাসক আয়েষা রানি। কিন্তু তাঁকে এক রকম থামিয়ে দিয়েই বেআইনি খাদান বন্ধে প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে মেদিনীপুরের কথাও বলেছিলেন তিনি।