Advertisement
২৬ এপ্রিল ২০২৪

দলে ‘দুষ্কৃতী’ কেন, শো-কজ যুব নেতাকে

তৃণমূলের এক সূত্রে খবর, রাজ্যে পালাবদলের পর থেকে একসময় সিপিএম ঘনিষ্ঠ বুলবুল তৃণমূলে ঘেঁষতে শুরু করে। তার বিরুদ্ধে তোলাবাজি, হুমকি দেওয়া-সহ একাধিক অভিযোগ রয়েছে। রেলমাফিয়া বাসব রামবাবুর উপর গ্রেনেড হামলার অভিযোগেও নাম জড়িয়েছিল বুলবুলের।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ১৩ জুন ২০১৭ ১২:২৫
Share: Save:

অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে, এমন লোককে দলে নেওয়ায় যুব তৃণমূলের খড়্গপুর শহর সভাপতি পার্থ মুখোপাধ্যায়কে শো-কজ করল পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্ব।

গত শুক্রবার যুব তৃণমূলের উদ্যোগে খড়্গপুরের ভবানীপুরে এক রবীন্দ্র-নজরুল সন্ধ্যার আয়োজন হয়। অনুষ্ঠানে বুলবুল সিংহ নামে এক ‘দুষ্কৃতী’র হাতে তৃণমূলের পতাকা তুলে দেন দলের জেলা সভাপতি অজিত মাইতি। বুলবুলের দাবি, “সে ওই অনুষ্ঠানের কথা জানত না। যুব নেতা পার্থ মুখোপাধ্যায় তাকে যেতে বলেছিলেন। তাই সে গিয়েছিল।”

প্রশ্ন উঠছে, দিন কয়েক আগে যার হাতে তিনি দলের পতাকা তুলে দিলেন, তাঁকে দলে নেওয়ার অভিযোগে কেন পার্থবাবুকে শো-কজ করা হল? তৃণমূলের সভাপতি অজিতবাবুর দাবি, “কে বুলবুল তিনি জানতেন না। দলের খড়্গপুর শহর যুব সভাপতি ওই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। তিনি বুলবুলের হাতে পতাকা তুলে দেওয়ার পরে গোটা বিষয়টি জানতে পারেন।’’ তাঁর কথায়, ‘‘খোঁজখবর নিয়ে যখন জেনেছি বুলবুল একজন দুষ্কৃতী তখন ওকে আর স্বীকৃতি দিইনি। এমনকী এ জন্যই পার্থকে শো-কজও করেছি।”

তৃণমূলের এক সূত্রে খবর, রাজ্যে পালাবদলের পর থেকে একসময় সিপিএম ঘনিষ্ঠ বুলবুল তৃণমূলে ঘেঁষতে শুরু করে। তার বিরুদ্ধে তোলাবাজি, হুমকি দেওয়া-সহ একাধিক অভিযোগ রয়েছে। রেলমাফিয়া বাসব রামবাবুর উপর গ্রেনেড হামলার অভিযোগেও নাম জড়িয়েছিল বুলবুলের। বেশ কয়েকবার জেলও খেটেছে সে। যদিও তথ্য-প্রমাণের অভাবে তাকে জেলে বেশিদিন ধরে রাখতে পারেনি পুলিশ। বছর তিনেক আগে একটি খুনের মামলায় নাম জড়ায় বুলবুলের। অবশ্য সেই মামলাতেও সে আগাম জামিন পেয়ে যায়।

তৃণমূলের এক সূত্রে খবর, বছর খানেক আগে থেকে পার্থবাবুর সঙ্গে বুলবুলের ঘনিষ্ঠতা বাড়ে। তৃণমূলের সভা-মিছিলেও দেখা যাচ্ছিল তাকে। বুলবুলের ‌দাবি, “বাড়ির কাছে সিপিএমের অফিস থাকায় সে একসময়ে সিপিএম করত। কিন্তু সিপিএম তাকে অনেক মিথ্যা মামলায় ফাঁসিয়েছে।’’ তাঁর কথায়, ‘‘এটা ঠিক আমার নামে বেশ কিছু মামলা রয়েছে। তবে খুনের মামলায় আমি জামিন পেয়ে গিয়েছি। এখন তৃণমূলনেত্রীর আদর্শ আমার ভাল লাগে।”

আগে তৃণমূলের কোনও অনুষ্ঠান মঞ্চে বুলবুলের দেখা না মেলায় কোনও প্রশ্ন ওঠেনি। গত শুক্রবার দলের জেলা সভাপতি অজিতবাবু বুলবুলের হাতে পতাকা তুলে দেওয়ায় তৃণমূলের অন্দরেই প্রশ্ন ওঠে। খড়্গপুরের পুরপ্রধান প্রদীপ সরকারের সাফাই, “আমাদের না জানিয়েই বুলবুলকে দলে যোগ দেওয়ানোর ব্যবস্থা করেছিল পার্থ। অজিতদা না বুঝে বুলবুলের হাতে পতাকা তুলে দেওয়ার পরেই আমি তাঁকে সব কিছু জানাই। তারপরে দলের জেলা নেতৃত্ব শো-কজ করে।”

যার বিরুদ্ধে দলে ‘বেনোজল’ ঢোকানোর অভিযোগ, সেই পার্থবাবুর পাল্টা প্রশ্ন, “কেউ যদি দশ বছর আগে দুষ্কর্ম করে এখন সমাজের মুলস্ত্রোতে ফিরতে চায় সেটা অন্যায়?” পরক্ষণেই তাঁর সংযোজন, ‘‘শো-কজের চিঠি পাইনি। পেলে উত্তর দেব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE