Advertisement
১৬ এপ্রিল ২০২৪

এ বার জেলায় রাজ্যস্তরের দৌড়

রাজ্যস্তরের দৌড় প্রতিযোগিতা হতে চলেছে পশ্চিম মেদিনীপুরে জেলায়। জঙ্গলমহলের এই জেলায় এমন আয়োজন প্রথম। ‘বেঙ্গল রোড রেস অ্যাসোসিয়েশন’-এর পরিচালনায় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের সহযোগিতায় প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব নিয়েছে তরুণ সঙ্ঘ ব্যায়ামাগা

দৌড় প্রতিযোগিতার প্রস্তুতি দেখতে মেদিনীপুরে অজয় নন্দ। নিজস্ব চিত্র।

দৌড় প্রতিযোগিতার প্রস্তুতি দেখতে মেদিনীপুরে অজয় নন্দ। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ১০ জুলাই ২০১৬ ০১:০৪
Share: Save:

রাজ্যস্তরের দৌড় প্রতিযোগিতা হতে চলেছে পশ্চিম মেদিনীপুরে জেলায়। জঙ্গলমহলের এই জেলায় এমন আয়োজন প্রথম।

‘বেঙ্গল রোড রেস অ্যাসোসিয়েশন’-এর পরিচালনায় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের সহযোগিতায় প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব নিয়েছে তরুণ সঙ্ঘ ব্যায়ামাগার। কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ, মোহনবাগান, ইস্টবেঙ্গল ক্লাব থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জেলার প্রতিযোগীরা এতে যোগ দেবেন। প্রতিযোগিতা হবে ৩১ জুলাই। কোন পথে দৌড় হবে, কোথায় ‘ফিনিশিং পয়েন্ট’, কোথায় প্রতিযোগীদের রাখা হবে তা সরেজমিন দেখতে শনিবার মেদিনীপুরে এসেছিলেন ‘বেঙ্গল রোড রেস অ্যাসোসিয়েশন’-এর সহ-সভাপতি তথা রাজ্য পুলিশের আইজি অজয় নন্দ। তিনি বলেন, “প্রতিযোগিতার জন্য ঠিকঠাক প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই ধরনের প্রতিযোগিতা হলে জেলাতেও খেলাধুলোর মানোন্নয়ন হবে।”

১৮ ডিসেম্বর ছত্তীসগঢ়ের ভিলাইতে হবে ‘জাতীয় ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপ’। রাজ্যস্তরের দল গঠন করতে ৪৯তম অফিসিয়াল স্টেট ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপ হবে পশ্চিম মেদিনীপুরে। রাজ্যে প্রায় দু’শো প্রতিযোগীর তাতে যোগ দেওয়ার কথা। অ্যাসোসিয়েশনের দাবি, এশিয়ান জুনিয়ার মিটে দু’টি স্বর্ণপদক জয়ী দৌড়বিদ লিলি দাসও দৌড়বেন। মোট ইভেন্ট থাকছে ৮টি (পুরুষদের চারটি ও মহিলাদের চারটি)। ২০ বছরের ঊর্ধ্বে ছেলেদের জন্য ১২ কিলোমিটার, ১৮-২০ বছরের জন্য ৮ কিলোমিটার, ১৬-১৮ বছরের জন্য ৬ কিলোমিটার ও ১৬ বছরের মধ্যে ২ কিলোমিটার দৌড়। ২০ বছরের ঊর্ধ্বে মেয়েদের ৮ কিলোমিটার, ১৮-২০ বছরের মধ্যে ৬ কিলোমিটার, ১৬-১৮ বছরের মধ্যে ৪ কিলোমিটার। ১৬ বছর পর্যন্ত মেয়েদের ক্ষেত্রে দূরত্ব থাকছে ২ কিলোমিটার। ব্যক্তিগত ও দলগত ভাবে জয়ীদের আলাদা আলাদা ভাবে পুরস্কৃত করা হবে।

৩১ জুলাই সকাল ৭ টায় প্রতিযোগিতা শুরু হবে সদর ব্লকের বগডুবি থেকে। বগডুবি, গোপগড় হয়ে নদীর ধার দিয়ে ডাকবাংলো, দেওয়ানবাবার চক, নান্নুরচক, বটতলা, এলআইসি, পুলিশ সুপারের অফিস, সিপাইবাজার হয়ে তরুণ সংঘ ব্যায়ামাগারে শেষ হবে দৌড়। এ দিন সাংবাদিক সম্মেলনও করে আয়োজক সংস্থা। উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সম্পাদক হীরালাল মণ্ডল, উদয়রঞ্জন পাল, প্রসেনজিৎ সাহা-সহ তরুণ সঙ্ঘের সদস্যরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

competition running
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE