Advertisement
E-Paper

বিনামূল্যে খেলা দেখবে পড়ুয়ারা

তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে পুরসভার উদ্যোগে আয়োজিত ইস্টবেঙ্গল বনাম জঙ্গলমহল একাদশের প্রীতি ম্যাচের প্রবেশপত্র স্কুল পড়ুয়াদের বিনামূল্যে দেওয়া হবে। রবিবার খড়্গপুর পুরসভার সভাগৃহে এক সাংবাদিক বৈঠকে এমনই জানান পুরপ্রধান প্রদীপ সরকার।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৫ ০১:২১
সাংবাদিক বৈঠকে খড়্গপুরের পুরপ্রধান

সাংবাদিক বৈঠকে খড়্গপুরের পুরপ্রধান

তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে পুরসভার উদ্যোগে আয়োজিত ইস্টবেঙ্গল বনাম জঙ্গলমহল একাদশের প্রীতি ম্যাচের প্রবেশপত্র স্কুল পড়ুয়াদের বিনামূল্যে দেওয়া হবে। রবিবার খড়্গপুর পুরসভার সভাগৃহে এক সাংবাদিক বৈঠকে এমনই জানান পুরপ্রধান প্রদীপ সরকার। আগামী ২ অগস্ট পুরসভার উদ্যোগে শহরের সেরসা স্টেডিয়ামে এই প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হচ্ছে। ম্যাচ উপলক্ষে রেলের এই স্টেডিয়াম ভাড়া নিচ্ছে পুরসভা। পুরসভা সূত্রে খবর, সবমিলিয়ে ভাড়ার অঙ্ক দাঁড়িয়েছে প্রায় ৭০ হাজার টাকা। তাই দর্শকদের জন্য প্রবেশমূল্য নেওয়ার কথা ঘোষণা করেন পুর কর্তৃপক্ষ। তবে শহরের ৩ হাজার ২০০ পড়ুয়াকে বিনামূল্যে খেলার প্রবেশপত্র দেওয়া হবে। খেলা উপলক্ষে শহরের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ৪১ জনের একটি কমিটিও গঠন করা হয়েছে বলে জানানো হয়।

রেলশহরের পুরসভার উদ্যোগে আগেও অনেক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন হয়েছে। তবে এ বারই প্রথম ইস্টবেঙ্গলের মতো দলকে নিয়ে এই প্রথম প্রদর্শনী ম্যাচের আয়োজন হচ্ছে। ইস্টেবঙ্গলের মেহতাব হোসেন, ডোডং, গুরুবিন্দর সিংহের মতো ফুটবলারদের চ্যালেঞ্জের মুখে ফেলতে তৈরি সুনীল মুর্মু, অনিল হেমব্রম, জিতেন মুর্মুর মতো প্রত্যন্ত জঙ্গলমহল এলাকার ফুটবলাররা। পুরসভার আশা, ছুটির দিনে খেলা হওয়ায় স্টেডিয়াম ভরে যাবে।

ম্যাচের টিকিটের দাম করা হয়েছে ২০ টাকা। একটিই দামের টিকিট থাকছে। স্টেডিয়ামের ভিআইপি আসন রেল নিজেদের হাতেই রাখায় ওই সমস্ত আসনের টিকিট বিক্রি করতে পারবে না পুরসভা। তবে বিশিষ্ট অতিথি ও সাংবাদিকদের জন্য আলাদা আসনের ব্যবস্থা করছে পুরসভা। শহরের ১৬টি স্কুলকে ২০০টি করে মোট ৩ হাজার ২০০টি টিকিট বিনামূল্যে দেওয়া হবে। ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবে ‘সাব ডিভিশনাল স্পোর্টস অ্যাসোশিয়েশন’ (এসডিএসএ), ‘স্পোর্টস ডেভেলপমেন্ট অ্যাকাডেমি’ (এসডিএ), ‘খড়্গপুর ফুটবল ক্লাবের মতো ক্রীড়া সংস্থা।

ম্যাচের আগে ক্রীড়া ব্যক্তিত্ব সুশীল চক্রবর্তী, রনজিৎদাস চৌধুরী, অজয় চট্টোপাধ্যায়, প্রাক্তন পুরপ্রধান জহরলাল পাল, কংগ্রেস কাউন্সিলর কল্যাণী ঘোষ, বিজেপি কাউন্সিলর অনুশ্রী বেহেরা-সহ ৪১ জনের একটি কমিটি গঠন করা হয়েছে। পরে ওই কমিটি থেকেই বাছাই করা কয়েকজনকে নিয়ে পুরসভার একটি স্পোর্টস ও সাংস্কৃতিক কমিটিও গঠন করা হবে বলেও পুরপ্রধান জানিয়েছেন। পুরপ্রধান প্রদীপ সরকার বলেন, ‘‘জঙ্গলমহলে জেলার বহু তরুণ ফুটবলারের প্রতিভা রয়েছে। নতুন প্রতিভা তুলে ধরতে ইস্টবেঙ্গলের মতো ক্লাবের সঙ্গে এই প্রদর্শনী ম্যাচের আয়োজন করেছি।’’ তিনি আরও বলেন, ‘‘খেলায় ঝোঁক হারানো শহরের তথা জেলার নবীণ প্রজন্মকে উজ্জীবিত করাই আমাদের লক্ষ্য। তাই স্কুল পড়ুয়াদের টিকিটে ছাড় দেওয়া হয়েছে।’’

Football Students susil chakrabarty east bengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy