Advertisement
E-Paper

রামজীবনপুরে নিরঙ্কুশ জয় নিয়ে আশাবাদী শুভেন্দু

বাম-কংগ্রেস-বিজেপি ও বিক্ষুব্ধ তৃণমূলের মহাজোট হওয়ার পর থেকেই পশ্চিম মেদিনীপুরের রামজীবনপুর পুরসভা নিয়ে উদ্বেগে তৃণমূল। কংগ্রেসের ‘গড়’ হিসেবে পরিচিত খড়্গপুরেও মসৃণ জয় নিয়ে চিন্তায় শাসক দল। তাই পুরভোটের একেবারে শেষ লগ্নের প্রচারে রামজীবনপুর ও খড়্গপুরে এসে দলীয় প্রার্থী থেকে স্থানীয় নেতৃত্বের মনোবল চাঙ্গা করে গেলেন তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৫ ০১:১৪
রামজীবনপুরে শুভেন্দুর রোড শো। সঙ্গে আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার। —নিজস্ব চিত্র।

রামজীবনপুরে শুভেন্দুর রোড শো। সঙ্গে আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার। —নিজস্ব চিত্র।

বাম-কংগ্রেস-বিজেপি ও বিক্ষুব্ধ তৃণমূলের মহাজোট হওয়ার পর থেকেই পশ্চিম মেদিনীপুরের রামজীবনপুর পুরসভা নিয়ে উদ্বেগে তৃণমূল। কংগ্রেসের ‘গড়’ হিসেবে পরিচিত খড়্গপুরেও মসৃণ জয় নিয়ে চিন্তায় শাসক দল। তাই পুরভোটের একেবারে শেষ লগ্নের প্রচারে রামজীবনপুর ও খড়্গপুরে এসে দলীয় প্রার্থী থেকে স্থানীয় নেতৃত্বের মনোবল চাঙ্গা করে গেলেন তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী।

ঘাটাল মহকুমার রামজীবনপুর পুরসভাতেও এ দিন সকালে রোড-শো করেন সাংসদ শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার, শ্যাম পাত্র, কল্যাণ তেওয়ারি-সহ অন্যরা। রামজীবনপুরের ফাঁড়িগোড়া থেকে হুডখোলা গাড়িতে করে কালীতলা, পুরসভার মোড়, নতুনহাট, পুরাতন হাট, চেকপোস্ট-সহ একাধিক এলাকা ঘোরেন তাঁরা। ফাঁড়িগোড়ায় কয়েক মিনিটের বক্তব্যে শুভেন্দুবাবু বলেন, ‘‘২০০৫ সাল থেকে সিপিএমের বাড়বাড়ন্তের সময়েও এখানে তৃণমূলের নেতৃত্বে পুরসভা দখল করেছিল। এ বার মহাভোটের অপপ্রচার শুনছি। কিন্তু আমি বলছি, আগেও এখানে আমরা ক্ষমতায় ছিলাম। এবারও নিরুঙ্কুশ ভাবে ফের ক্ষমতায় আসব।” অপরূপাদেবীর কথায়, ‘‘সব ক্ষেত্রেই উন্নয়নের জোয়ার আনব। ওই খিচুড়ি জোট নিয়ে আমরা চিন্তিত নই।’’

পুরভোটে তৃণমূল প্রার্থীদের সমর্থনে খড়্গপুরে মালঞ্চর সেনচকে ও পাঁচবেড়িয়ায় প্রচার সভায় যোগ দেন তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী। সভায় শুভেন্দুবাবু বলেন, ‘‘কংগ্রেস অভিযোগ করছে, পুরসভায় তারা রাজ্য সরকারের সাহায্য পাচ্ছে না। তাই রাজ্যে যে দল রয়েছে, তাদের হাতেই পুরবোর্ড তুলে দিলেই উন্নয়ন হবে। এ কথা আমরা নয়, বিরোধীরাই বলছে।’’ তিনি বলেন, ‘‘আমি বলছি, যখন এলাকার সাংসদ তৃণমূলের, রাজ্যে আমাদের সরকার আমাদের হাতেই পুরসভা তুলে দিন। অন্য কোথাও ভোট দিয়ে নষ্ট করবেন না।’’

রেলশহরে দীর্ঘদিন ক্ষমতায় আছে কংগ্রেস। তাই কংগ্রেসের সমালোচনা করে শুভেন্দুবাবু বলেন, ‘‘খড়্গপুরে দীর্ঘদিন কংগ্রেস পুরবোর্ডে রয়েছে। কিন্তু কোনও উন্নয়ন চোখে পড়েনি। দেশে ওরা ধুয়েমুছে গিয়েছে।’’ তাঁর কটাক্ষ, ‘‘কলকাতায় পুরভোটে মালা রায়ের মতো নেত্রীরা লড়াই করেছেন। আসলে অধীর চৌধুরীর নৌকো ফুটো হয়ে গিয়েছে।’’ শুভেন্দুবাবু বলেন, ‘‘সচিত্র পরিচয়পত্র নিয়ে ভোটকেন্দ্রে যান। পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। সিপিএমের মতো আমাদের লোকেরা ভোটকেন্দ্রে চটঘেরা জায়গায় যাবেন না। নিজের ভোট নিজেই দিন।’’

Subhendu Adhikari Trinamool BJP Natunhat municipal electi Kharagpur Ghatal Road show
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy