দলীয় কোন্দল ঠেকাতে কড়া বার্তা দিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী।
মঙ্গলবার ২১ জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখতে পশ্চিম মেদিনীপুরে আসেন সুব্রত বাবু। প্রথম সভা হয় ঘাটালের দাসপুরে। এ দিনের সভায় ঘাটাল মহকুমার পাঁচটি ব্লক থেকেই শতাধিক কর্মী ও জেলা নেতারা হাজির হয়েছিলেন। সুব্রতবাবুর কড়া বার্তা, ‘‘রাজনৈতিক খিদে কারও থাকতেই পারে। তবে কোনও দলই সব খিদে সবসময় মেটাতে পারে না। তৃণমূলই সবচেয়ে বড় দল। তাই দলে থেকে দলের কোনও পদ বা নির্বাচনে সুযোগ না পেলে মান-অভিমান করে গোষ্ঠী করা চলবে না। দলে থেকে নির্দিষ্ট কর্তব্য পালন করতে হবে।”
সঙ্গে আরও বলেন, ‘‘আমরা সব খেয়াল রাখছি। অনেকেই দলকে ব্যক্তিগত ভাবে ব্যবহার করে আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়েছেন। দলে থাকলে দলের নিয়ম মানুন। না হলে দল থেকে বেরিয়ে যান।’’ এমনকী তৃণমূল কারও পৈতৃক সম্পতি নয় বলেও মন্তব্য করেন তৃণমূলের রাজ্য সভাপতি।
আগামী ২১ জুলাইয়ের প্রস্তুতি প্রসঙ্গে নির্দেশ দেওযা হয়েছে, সভা সফল করতে দেওয়াল লিখনের। অঞ্চল ও ব্লকে অন্তত দু’টি করে সভা ও মিছিল করার নির্দেশও দেওয়া হয়েছে। এ দিনের প্রস্তুতি সভায় সুব্রতবাবু ছাড়াও ছিলেন দলের চেয়ারম্যান দীনেন রায়, জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্র, সভাধিপতি উত্তরা সিংহ, নির্মল ঘোষ, শঙ্কর দোলই প্রমুখ।
মঙ্গলবার দুপুরে কেশপুরে এসেও ২১ জুলাইয়ের প্রস্তুতি সভা করেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সেখানেও তাঁর বার্তা ‘‘নিজেদের মধ্যে বিবাদের জেরে অনাস্থা আসবে. এটা হবে না। সংযত থাকুন।” এ দিন ডেবরায় দলীয় কর্মসূচিতেও হাজির ছিলেন সুব্রতবাবু।